স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলা সদরের পঞ্চপুকুরে জুয়ার আসর থেকে ওই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান বাবু (৪০) সহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১১ জুলাই) বিকালে নীলফামারী থানার পঞ্চপুকুর ইউনিয়নের পঞ্চপুকুর বাজারে রশিদুল ইসলামের একটি ঘরে জুয়া খেলা অবস্থায় পুলিশের কাছে ধরা পড়ে। অন্যান্য ৭জন হলো ওই এলাকার রবিউল ইসলাম (৪০), আব্দুল জলিল (৩৫), গজেন চন্দ্র রায় (৩৪), নুর ইসলাম (২৪), মেনাজুল ইসলাম (২৫), মোফিজুল ইসলাম (৪২) ও আঃ হালিম (২৮)।
নীলফামারী থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জুয়ারুদের নিকট থেকে তাস ও ৬৫ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।