আর্কাইভ  বুধবার ● ১৪ মে ২০২৫ ● ৩১ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৪ মে ২০২৫
কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

যুদ্ধের দামামা
বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

মধ্যরাতে উত্তাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়:

সোমবার, ১৫ জুলাই ২০২৪, সকাল ০৭:১৬

Advertisement

ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক বক্তব্যের জেরে নতুন মাত্রা পেয়েছে চলমান এই আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলোতে এরই মাঝে মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা। দিয়েছেন বিক্ষোভের ডাক। একই অবস্থা দেখা গিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও।

রোববার (১৫ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে স্লোগান দিতে শুরু করেন ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুখতার ইলাহি হল থেকে ভেসে আসে স্লোগানের শব্দ। এ সময় মিছিল বের করে মিছিলটি রংপুরের মর্ডান মোড়, দর্শনা, লালবাগ হয়ে আবারও পার্ক মোড় হয়ে আবারও মর্ডান মোড়ে গিয়ে অবস্থান করেন শিক্ষার্থীরা।

এদিকে রাত সাড়ে ১২টার সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক হলের তালা ভেঙে স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন শতাধিক নারী শিক্ষার্থী। এরপর ছেলেদের আন্দোলনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। 

বেরোবি শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘সরকার এখন পর্যন্ত মোটেই যৌক্তিক সিদ্ধান্ত নেয়নি। একটি বক্তব্যের মাধ্যমে তিনি লাখো লাখো শিক্ষার্থীদের ঢালাওভাবে রাজাকারের নাতি-নাতনি সম্বোধন করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

মন্তব্য করুন


Link copied