ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বাস ভবন থেকে অবরুদ্ধ অবস্থায় ভিসি ও ৬ জন শিক্ষককে উদ্ধার করে রংপুর সার্কিট হাউজে পৌঁছে দিয়েছে র্যাব-১৩।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আরো ৬ শিক্ষককে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখে। তারা উপাচার্যের বাসভবন ও বাসভবনের নিকটে থাকা দুটি সরকারি গাড়িতে অগ্নি সংযোগ করে। পরে র্যাব সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। সবাই এখন নিরাপদে রয়েছেন।