রংপুর, ১৫ই শ্রাবণ, (৩০শে জুলাই): গত এক বছরে রংপুর বিভাগের ৮ জেলা থেকে ৪২ হাজার ৩৯৪ জন কর্মী বিদেশ গেছেন। এর মধ্যে রংপুর জেলার ৬ হাজার ৫৬০ জন, নীলফামারী জেলার ৩ হাজার ১৩৪ জন, পঞ্চগড় জেলার ২ হাজার ২৭১ জন, দিনাজপুর জেলার ৫ হাজার ৭৯৪ জন, ঠাকুরগাঁও জেলার ৩ হাজার ৯০১ জন, লালমনিরহাট জেলার ২ হাজার ৩২৮ জন, কুড়িগ্রাম জেলার ৭ হাজার ৭৭৬ জন এবং গাইবান্ধা জেলার ১০ হাজার ৬৩০ জন। বিদেশগামী কর্মীদের মধ্যে পুরুষ ৩৯ হাজার ৫৫২ জন এবং মহিলা ২ হাজার ৮৪২ জন। রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস-সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।