মমিনুল ইসলাম রিপন: রংপুরে দু’দিনে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া এইচএসসি পরীক্ষার্থীসহ ১৩ জনকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। তাজহাট থানা আমলী আদালতে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হকের আদালতে জামিন আবেদন করা হলে তিনি জামিন মঞ্জুর করেন। এর মধ্যে কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টায় ৮ জন এবং শনিবার (৩ আগস্ট) বিকেলে ৫ জনের জামিন দেওয়া হয়।
এরা হলেন, নগরীর পশ্চিম বাবুখাঁর মঞ্জিল হোসেনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, পুরাতন ট্রাকস্ট্যান্ডের জাহাঙ্গীর আলমের ছেলে মহিন (১৯), হাজিরহাট অভিরাম সুকানচৌকির ফারুক মিয়ার ছেলে আমির হামজা ওরফে আমির, কামাল কাছনার আবু তাহেরের ছেলে তৌফিক ওমর ধ্রুব (১৭), আশরতপুর এলাকার আব্দুল মালেকের ছেলে পাভেল মিয়া (১৭), হারাগাছের নিউ জুম্মাপাড়ার বিটুল মিয়ার ছেলে আল মারজান (২০), বেনুঘাট ময়নাকুটির হামিদুল ইসলামের ছেলে নিয়াজ আহম্মেদ রকি, কাউনিয়ার বাওয়াটারীর রবিউল ইসলামের ছেলে সৌরভ মিয়া, হারাগাছ সারাই নিউ কাজীপাড়ার টুটুল মিয়ার ছেলে আক্কাস আলী ওরফে আসমান, কাউনিয়ার রামনাথের আজাদ মিয়ার ছেলে মেরাজুল ইসলাম আকাশ, বেনুঘাটের দুলু মিয়ার ছেলে রাশেদুল ইসলাম, বরিশালের মুলাদী উপজেলার খোকন ফারাজির ছেলে সোহান ফারাজি এবং রংপুর নগরীর মুন্সিপাড়ার আনারুল হকের ছেলে মমিনুল ইসলাম মমিন। জামিনপ্রাপ্তদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীসহ ১১ জন শিক্ষার্থী এবং বাকী দু’জন হোটেল কর্মচারী।
জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবি শামীম আল মামুন বলেন, সরকারী উদ্যোগে লিগ্যাল এইডের সহযোগিতায় দু’দিনে বিশেষ আদালত ১৩ জনের জামিন মঞ্জুর করেছে। চলমান এইচএসসি পরীক্ষা ও শিক্ষার্থী হিসেবে বিবেচনা করে তাদের জামিন দেওয়া হয়েছে।