আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে আবরার ফাহাদের স্মরণে সভা ও মৌন মিছিল

সোমবার, ৭ অক্টোবর ২০২৪, দুপুর ০৪:৪৬

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিরাপদ ও মুক্তবুদ্ধির চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে নীলফামারীতে স্বরণ সভা ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অধ্যক্ষের কার্যালয়ের সামনে স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
 নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজু পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল প্রমুখ। স্বরণ সভায় সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।
বক্তারা বলেন, বুয়েটের মেধাবী আবরার ফাহাদ কে ফ্যাসিস্ট শেখ হাসিনার বর্বর সন্ত্রাসী ছাত্রলীগ হত্যা করে। তাদের তান্ডবে প্রতিটি সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। এখন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা অবিলম্বে আবরার ফাহাদ হত্যায় জড়িত পলাতক  ছাত্রলীগ বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম আজাদ, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রইসুল রানা, ফিরোজ আহমেদ সৈকত সহ আরও অনেকে। 

মন্তব্য করুন


Link copied