আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

গুগল লেন্সে যুক্ত হলো ভিডিও সার্চ ফিচার

মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, দুপুর ০৩:৩২

Advertisement Advertisement

প্রযুক্তি ডেস্ক:  গুগল লেন্স ব্যবহার করে নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়। ছবি তুলে বা ফোনের গ্যালারিতে থাকা ছবির মাধ্যমে অনলাইন থেকে নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়ার জন্য গুগল লেন্স ব্যবহার করা হয়। এবার গুগল লেন্স ব্যবহার করে নির্দিষ্ট বস্তু বা স্থানের ভিডিও ধারণ করে অনলাইন থেকে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ জন্য গুগল লেন্সে ‘আসক উইথ ভিডিও’ নামের নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।

এআই জেনারেটিভ প্রযুক্তির এই সুবিধা কাজে লাগিয়ে যেকোনো ত্রুটিযুক্ত যন্ত্রের ভিডিও ধারণ করে গুগল লেন্সে পোস্ট করলেই সেটি মেরামতের দিক নির্দেশনা পাওয়া যাবে। ফলে ঘরে বসেই বিভিন্ন যন্ত্র বা পণ্য মেরামত করা যাবে।

আসক উইথ ভিডিও সুবিধাটি তাৎক্ষণিক যন্ত্র সারাইয়ের জন্য বেশ কার্যকরী হতে পারে বলে তথ্য দিয়েছে গুগল। ব্যবহারকারীদের সমস্যা ও প্রশ্নের ধরনের ওপর ভিত্তি করে একাধিক ফলাফল প্রদর্শন করা হয়। আসক উইথ ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্পিচ মডেল, ডিপ ভিজ্যুয়াল আন্ডারস্ট্যান্ডিং ও জেমিনি এআই চ্যাটবট যুক্ত করা হয়েছে। এর ফলে আপলোড করা ভিডিওর প্রতিটি ফ্রেম দ্রুত বিশ্লেষণ করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর জানানো যায়।

 

এ সুবিধা ব্যবহারের জন্য স্মার্টফোন থেকে গুগল লেন্স চালু করে সার্চ উইথ ইউর ক্যামেরা আইকনে ট্যাপ করতে হবে। এরপর কিছু সময় ক্যামেরা আইকন চেপে ধরে সমস্যাগুলোর ভিডিও ধারণ করতে হবে। এরপর ভিডিওটি আপলোড করলেই সমস্যা সমাধানে বিভিন্ন ফলাফল দেখাবে গুগল।

জানা গেছে, বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ও আইফোনে ফিচারটি চালু করা হয়েছে। তবে ফিচারটি ব্যবহারের জন্য গুগল অ্যাপের ‘এআই ওভারভিউস’ সক্রিয় করতে হবে। বর্তমানে শুধু ইংরেজি ভাষা সাপোর্ট করবে ফিচারটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

উত্তর বাংলা/ স.ম

মন্তব্য করুন


Link copied