আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

সীমান্তের পূজা মন্ডপগুলোতে নিরাপত্তায় নিয়োজিত ৫৬ বিজিবি

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, রাত ০১:০৫

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধিতে সীমান্তবর্তী এলাকার পূজা মন্ডপ গুলোতে টহল কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৬ ব্যাটালিয়ন নীলফামারী। সেইসাথে গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়েছেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। 
বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি জানান, নীলফামারী এবং পঞ্চগড় জেলার সীমান্তের ৮ কিঃ মিঃ এর মধ্যে ৫৪টি পূজামন্ডপ বিদ্যমান রয়েছে এবং প্রায় ১৪৭ কিঃ মিঃ সীমান্তবর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হচ্ছে। এখানে এমনভাবে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে যে, কোন ধরণের নাশকতা এবং দুষ্কৃতিকারীদের দুরভীসন্ধির বিরুদ্ধে ৫৬ বিজিবি সদা তৎপর রয়েছে। পূজামন্ডপ সমূহে ৯ প্ল্যাটুন বিজিবি সদস্য ২৪ ঘন্টা ব্যাপী টহল পরিচালনা করছে। সেক্ষেত্রে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং পূজামন্ডপ পরিচালনা কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয় রেখে টহল পরিচালনা করা হচ্ছে। পূজার শেষ দিন পর্যন্ত ১৩ অক্টোবর,২০২৪ প্রতিমা বিসর্জন পর্যন্ত আমাদের নিরাপত্তা কার্যক্রম একই ধারায় অব্যাহত থাকবে। 
বিজিবির এ ধরনের পদক্ষেপ দেশ ও জনগণের মনে আস্থা অর্জন করতে ও মানুষের কল্যাণে সর্বদা পাশে থাকতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। 
তিনি আরো জানান, একটি গোষ্ঠী সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করার চেষ্টা করছে। সীমান্তে এসে সাধারণ মানুষদের মাঝে গুজব ছড়িয়ে দিয়ে দেশত্যাগের পরামর্শ দিচ্ছে। তাই সত্যতা যাচাইসহ দেশের নাগরিক হিসেবে নিজের অধিকার নিশ্চিত করতে গুজবে কান না দেয়ার অনুরোধ জানাই সবাইকে। 
এসময় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন তিনি। 

মন্তব্য করুন


Link copied