আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

লালমনিরহাটে বেপরোয়া ট্রাক মাদ্রাসার ভিতরে, ১২ শিক্ষার্থী গুরুতর আহত

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, দুপুর ০১:৫৬

Advertisement

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গভীর রাতে বেপরোয়া একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার ভিতরে প্রবেশ করে। এতে মাদ্রাসার দেয়াল ভেঙ্গে ঘুমন্ত ১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

বুধবার (৯ অক্টোবর) রাত ৩টায় সদর উপজেলার হাড়িভাঙ্গা তা'লিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, গভীর রাত্রে মালামাল বিহীন ওই ট্রাকটি রংপুর থেকে লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে গিয়ে মাদ্রাসার দেয়ালে ধাক্কা খায়। পড়ে মাদ্রাসার দেয়াল ভেঙ্গে পড়ে ভিতরে ঘুমন্ত শিক্ষার্থীদের শরিরে পড়ে ১২জন শিক্ষার্থী আহত হয়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে আও তোদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। এদের মধ্যে গুরুতর আহত মুরসালিন (১২) নোমান (১১) সহ ৬জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাড়িভাঙ্গা তা'লিমুল ইনসান হাফিজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর প্রধান হাফেজ মোঃ নুর আলম সিদ্দিক জানায়, মহাসড়ক থেকে মাদ্রাসাটি ৫ ফিট কাছে হওয়ায় ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক ভবন কতৃপক্ষ মাদ্রাসা সামনের অংশে গাইড ওয়াল অথবা গার্ডার নির্মান করে দিলে ঝুঁকি কমবে।

মাদ্রাসা প্রধান মোঃ নুর আলম সিদ্দিক আরও জানান, মাদ্রাসা ৫ তলা ভবনের ভিত্তি দেয়ার কাজ হয়েছে। কিন্তু অর্থের সংকটে কাজের গতি কম। স্থানীয় ও সরকারি ভাবে সহায়তার হাত বাড়ালে নতুন ভবনে শিক্ষার কার্যক্রম শুরু হলে ঝুঁকি কমবে।

মাদ্রাসা ছাত্রদের কয়েকজন সাথে কথা বললে তারা জানায়, মাদ্রাসাটি মহাসড়কের সাথে অবস্থিত হওয়ায়  তারা সব সময় আতঙ্ক ও ভয়ের মধ্যে থাকে। কর্তৃপক্ষ যেন তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আব্দুল কাদের জানান, বেপরোয়া ট্র্যাকটি তাদের হেফাজতে আছে। তবে চালক ও সহকারী চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হবে বলেও জানান তিনি।

উত্তর বাংলা/ জিন্না

মন্তব্য করুন


Link copied