আর্কাইভ  শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫ ● ৭ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
পিআরের বিরুদ্ধে অনড় বিএনপি

♦ শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা
♦ জুলাই সনদ নিয়ে আশাবাদী
পিআরের বিরুদ্ধে অনড় বিএনপি

ভোটের লড়াইয়ে ৫০৯ প্রার্থী

ভোটের লড়াইয়ে ৫০৯ প্রার্থী

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম

উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির টেন্ডারের কমিশন নিয়ে দর কষাকষির অডিও ফাঁস

উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির টেন্ডারের কমিশন নিয়ে দর কষাকষির অডিও ফাঁস

তিস্তা টোলপ্লাজায় করতোয়া কুরিয়ারর সার্ভিসের গাড়িতে মিলল ৩ কোটি টাকার ভারতীয় কাপড়

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, দুপুর ০৪:২২

Advertisement Advertisement

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি')লালমনিরহাটের ১৫  ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তিস্তা টোলপ্লাজায় চোরাইপথে আসা করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গোভ্যান থেকে প্রায় সোয়া তিন কোটি টাকার ভারতীয় শাড়ি, প্যান্ট পিস ও পাঞ্জাবি উদ্ধার করেছে।

সোমবার(১৪ অক্টোবর) দুপুরে বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পরে আটককৃত মালামালে অমোচনীয় কালি দ্বারা সীল স্থাপনের কার্যক্রম শেষে কাস্টমস অফিসে জমা করা হয়। এর আগে রবিবার মধ্য রাতে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গোভ্যান আটক এবং ভারতীয় এসব মালামাল উদ্ধার করে।

বিজিবি'র বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,  ১৫ বিজিবির অধীনস্থ গংগারহাট বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬) ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল বহন করে ঢাকার উদ্দেশ্যে যাবে। এ প্রেক্ষিতে বিজিবির একটি বিশেষ টহলদল লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় রাস্তার পার্শ্বে ওঁৎ পেতে থাকে।

পরে রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে কাভার্ড ভ্যানটি আসতে দেখে টহলদল গাড়ীটিকে থামার নির্দেশ দিলে গাড়ীটি না থামিয়ে চলে যেতে থাকে। বিজিবি টহলদল গাড়ীটির পিছু ধাওয়া করে। পরবর্তীতে গাড়ীটি রাত ১২ টার দিকে তিস্তা টোল প্লাজায় পৌছালে বিজিবি টহলদল গাড়ীটিকে আটক সক্ষম হয়।

আটককৃত কাভার্ড ভ্যানটিতে ১৫ বিজিবি কার্যালয়ে আনয়ন করে তল্লাশি চালায় বিজিবি। তল্লাশিকালে কাভার্ট ভ্যান থেকে ১৪৬৬ পিস ভারতীয় শাড়ি, ১০০০টি প্যান্ট পিস এবং ১৪৭৯ টি পাঞ্জাবি জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য তিন কোটি ঊনিশ লক্ষ টাকা।

মন্তব্য করুন


Link copied