আর্কাইভ  রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫ ● ৪ কার্তিক ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫
নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে: হাসনাত

নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে: হাসনাত

ভেতরে যাত্রীদের অপেক্ষা, বাইরে স্বজনদের

শাহজালালের কার্গো ভিলেজের আগুন
ভেতরে যাত্রীদের অপেক্ষা, বাইরে স্বজনদের

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে আনতে বড় বাধা ছিল বাতাস: ফায়ার সার্ভিসের ডিজি

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে আনতে বড় বাধা ছিল বাতাস: ফায়ার সার্ভিসের ডিজি

পাঁচ দিনে দেশে তিন ভয়াবহ আগুন

পাঁচ দিনে দেশে তিন ভয়াবহ আগুন

মাস্টারের সংকেত দেয়ার আগেই ছুটলো ট্রেন, ইঞ্জিন ও বগি লাইনচ্যুত

সোমবার, ২১ অক্টোবর ২০২৪, রাত ১২:০০

Advertisement

সিরাজগঞ্জের কামারখন্দে ঢাকা থেকে রাজশাহীগামী কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। স্টেশন মাস্টারের সংকেত দেয়ার আগেই ট্রেনটি ছেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

রোববার (২০ অক্টোবর) রাতে ঢাকা-ঈশ্বরদী রেলপথের জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে সিগন্যাল ল্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। তবে দুই নাম্বার লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন।

তিনি জানান, ট্রেন ছাড়ার সংকেত দেয়ার আগেই সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। এতে স্টেশন থেকে কিছুদূর যেতেই সংকেত ল্যাম্পের সামনে ট্রেনের ইঞ্জিন ও পাশের একটি বগি লাইনচ্যুত হয়।

বিষয়টি রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে।

এ ছাড়া দুই নাম্বার লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল করছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন


Link copied