আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
মাঠে নামছে খালেদা জিয়া, প্রস্তুত স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি

মাঠে নামছে খালেদা জিয়া, প্রস্তুত স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি

তিস্তা নদী শুধু উত্তরাঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ- দুলু

তিস্তা নদী শুধু উত্তরাঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ- দুলু

রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ ঘোষণা

রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ ঘোষণা

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

বাফুফে প্রধানের চেয়ারে সৎ ও ফুটবলপ্রেমী ব্যক্তিত্বকে দেখতে চান বিদায়ী সভাপতি কাজী সালাউদ্দিন

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, দুপুর ০৪:১১

Advertisement

ক্রীড়া ডেস্ক: বেলা ১১টায় শুরু বার্ষিক সাধারণ সভা। সকাল থেকে ব্যস্ততা শুরু ভেন্যুতে। নির্বাচনী সভা হওয়ায় আগে থেকেই অবশ্য নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর প্রস্তুতি সবার মাঝে। সেই নতুন সভাপতি বাছাইয়ে ভোটারদের সততা দেখানোর আহ্বান জানালেন বিদায়ী প্রধান কাজী সালাউদ্দিন।

রাজধানীর একটি হোটেলে শনিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। নতুন নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে দুপুর ২টার পর শুরু হয় ভোটগ্রহণ।

নির্বাচনে সব মিলিয়ে ২০টি পদে চলছে ৪৫ জনের লড়াই। ভোটের লড়াইয়ের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে চূড়ান্ত হয়ে গেছেন বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান।।

সভাপতি পদে লড়ছেন তাবিথ আউয়াল ও মিজানুর রহমান। ১৩৩ জন কাউন্সিলের ভোটে নির্বাচিত হবে বাফুফের নতুন নেতৃত্ব। এছাড়া সহ-সভাপতির ৪ পদে লড়ছেন ৬ জন। আর ১৫টি সদস্যপদে প্রার্থী ৩৭ জন।

সাধারণ সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ইমরুল বলেছেন, নতুন সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ফুটবল সংশ্লিষ্ট সৎ ব্যক্তিকে বেছে নেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রধান সালাউদ্দিন।

"সালাউদ্দিন ভাই তার বিদায়ী ভাষণে যেটা বলেছেন, ডেলিগেটরা যেন নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সততা দেখায়। যাদের ফুটবল সম্পর্কে যাদের ধারণা আছে, ফুটবল যারা পছন্দ করে- এরকম সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমী যারা আছেন, তাদের নির্বাচন করার জন্য আহ্বান করেছেন।"

নতুন মেয়াদে বাফুফে পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। সেসব নির্দেশনা জানিয়ে সভায় বক্তব্য রাখেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম।

গত বছরের কার্যবিবরণী অনুমোদের পর সভায় উপস্থাপন করা হয় নতুন বছরের প্রস্তাবিত বাজেট। ১৪ কোটি ৭ লাখ টাকার বেশি ঘাটতি রেখে মোট ৬১ কোটি ৫২ লাখ টাকার বেশি ব্যয় দেখানো হয় বাজেটে।

ইমরুল জানালেন, নির্বাচন শেষে নতুন কমিটি চূড়ান্ত হওয়ার পর এই বাজেট নিয়ে আলোচনা হবে।

"নতুন বছরের প্রস্তাবিত বাজেটও দেওয়া হয়েছিল। তবে অধিকাংশ ডেলিগেটের দাবি ছিল, যেহেতু নতুন কমিটি আসছে, নতুন কমিটির সামনেই যেন সেটা পেশ করা হয়। তো সেটা আগামীতে উপস্থাপন করা হবে।"

মন্তব্য করুন


Link copied