আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

বিসিবির প্রথম নারী পরিচালক হতে যাওয়া কে এই রুবাবা

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, রাত ০৯:৫১

Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ব্যবসায়ী ইসফাক আহসানের মনোনয়ন বাতিল করে তাঁর জায়গায় নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জানা যায়, বিসিবির মহিলা উইংয়ের দায়িত্ব পেতে পারেন রুবাবা দৌলা।

বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ের দায়িত্বে ছিলেন তিনি। গ্রামীণফোনে কাজ করার সময় তিনি প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৯৮–২০০৯)। ওই সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও ছিলেন পরিচিত মুখ।

খেলাধুলার সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত রুবাবা দৌলা। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

যার অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবার নারী পরিচালক পেতে যাচ্ছে। এর আগে বিসিবির পরিচালনা পর্ষদে কোন নারী ছিলেন না। এমনকি এবারের নির্বাচনে সাবেক ক্রিকেটার কোটায় ১০জনকে বিসিবির পক্ষ থেকে কাউন্সিলর মনোনীত করা হলেও ছিলেন না কোন নারী। তবে এনএসসি থেকে সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসিকে কাউন্সিলর করা হয়েছিল।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবি সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বোর্ড নারী পরিচালক আনার সম্ভাবনার কথা বলেন। বোর্ডে লিঙ্গবৈষম্য দূর করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

 

বুলবুল বলেন, ‘দেখুন, ক্রিকেটে প্রতিবছর আইন পরিবর্তন হয়। নতুন আইনে, প্লেয়িং কন্ডিশনের বিধিও বদলে গেছে। কিন্তু আমাদের (বিসিবি) গঠনতন্ত্র একই রয়ে গেছে। সুতরাং এখানে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবো। আমাদের বোর্ডটা পুরুষ নিয়ন্ত্রিত। এখানে নারীদের আনতে হবে। এটাই হওয়া উচিত সবচেয়ে বড় পরিবর্তন।’

মন্তব্য করুন


Link copied