নিউজ ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। ঘরের মাঠের এই ম্যাচ দেখতে মাঠে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কর্মকর্তা। তাদের সঙ্গে স্টেডিয়ামে বসে ফুটবল ম্যাচ দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স।
স্টেডিয়ামে প্রবেশের সময় গণমাধ্যমকে সিমন্স জানান, বাংলাদেশকে সাপোর্ট করতেই মাঠে গিয়েছেন। তারকা ফুটবলার হামজা চৌধুরিকেও চেনেন বলে জানিয়েছেন তিনি।
এই ফুটবল ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও। মাঠে বসে খেলা উপভোগ করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও।
বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়েছে। শুরুর পর থেকেই উচ্ছ্বাস দেখা যায় সমর্থকদের মধ্যে। সমর্থকদের এই উত্তেজনা ও উন্মাদনা আরও জোর পায় মোরসালিনের গোলে। ১২তম মিনিটে রাকিবকে বল বাড়িয়ে এগিয়ে যান তরুণ এই ফরোয়ার্ড। বক্সে ফিরতি বল পেয়ে আলতো টোকায় জালে জড়ান মোরসালিন। বাধভাঙা উচ্ছ্বাসে মাতে পুরো স্টেডিয়াম।
ভারতীয় গোলরক্ষক দ্বিধা নিয়ে এগিয়ে যান ঠিকই, তবে তা গোল বাঁচাতে যথেষ্ট ছিল না। হাফ টাইম শেষ হয় বাংলাদেশের ১-০ লিডে। ৮০তম মিনিট শেষেও ওই গোলেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে ভারতের বিপক্ষে ২২ বছরের জয়খরা কাটবে বাংলাদেশের।