নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির দাম্পত্য কলহের জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। স্ত্রী হাসিন জাহানের খোরপোশের পরিমাণ বাড়ানোর আবেদনের ভিত্তিতে শামিকে নোটিশ পাঠিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।
এর আগে, কলকাতা হাইকোর্ট মোহাম্মদ শামিকে তার স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে ৪ লাখ রুপি খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু হাসিন জাহান এই অর্থে সন্তুষ্ট হতে পারেননি এবং শুরু থেকেই তিনি এই অঙ্ক বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহানের একটি পুরনো সাক্ষাৎকার পুনরায় আলোচনায় আসে, যেখানে তিনি এই ৪ লাখ রুপিকে 'খুব কম' বলে অভিহিত করেছিলেন। চলতি বছরের জুলাই মাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'মোহাম্মদ শামির স্ট্যাটাস, আয় এবং জীবনযাত্রার মান বিবেচনায় ৪ লাখ রুপি খুবই কম। আমি ৭ বছর আগেই ১০ লক্ষ টাকা দাবি করেছিলাম। সেই অনুযায়ী এখন দাম আরও বেড়েছে।"
যদিও সেই সাক্ষাৎকারে তিনি হাইকোর্টের রায়কে 'বড় জয়' বলে উল্লেখ করেও বলেছিলেন, 'শামির স্ট্যাটাস অনুযায়ী আমার আরও বেশি রক্ষণাবেক্ষণ পাওয়া উচিত, যাতে আমি এবং আমার মেয়ে খুব সহজে জীবনযাপন করতে পারি।'
এবার সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে হাসিন জাহান নিজের জন্য মাসিক ৭ লাখ এবং তাদের কন্যার জন্য ৩ লাখ, অর্থাৎ মোট ১০ লাখ রুপি খোরপোশের দাবি করেছেন।
আবেদনে হাসিন উল্লেখ করেন যে, এই খোরপোশের পরিমাণ 'অত্যন্ত অপর্যাপ্ত'। তিনি শামির আয়ের প্রসঙ্গ টেনে বলেন, ২০২১-২২ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, শামির বার্ষিক আয় ছিল প্রায় ৪৮ কোটি রুপি। পিটিশনে আরও বলা হয়, শামির কাছে রেঞ্জ রোভার, জাগুয়ার, মার্সিডিজ এবং টয়োটা ফরচুনারের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে।
হাসিনের অভিযোগ, যেখানে শামি এমন 'বিলাসবহুল জীবনযাপন' করছেন, সেখানে তাকে 'দুরবস্থার' মধ্যে দিন কাটাতে হচ্ছে এবং দৈনন্দিন মৌলিক চাহিদা মেটাতেও সংগ্রাম করতে হচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালের এপ্রিলে মোহাম্মদ শামি ও হাসিন জাহান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।