আর্কাইভ  বুধবার ● ৫ নভেম্বর ২০২৫ ● ২১ কার্তিক ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
অব্যাহতি চাইলেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার

অব্যাহতি চাইলেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার

তিস্তা ব্যারেজ থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা

তিস্তা ব্যারেজ থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা

৭ পদক্ষেপেই বদলে ফেলুন ‘ব্যর্থতা’র গল্প

৭ পদক্ষেপেই বদলে ফেলুন ‘ব্যর্থতা’র গল্প

আলু এখন কৃষকের বোঝা

আলু এখন কৃষকের বোঝা

অব্যাহতি চাইলেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার

বুধবার, ৫ নভেম্বর ২০২৫, বিকাল ০৭:২৯

Advertisement

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়ার একদিনের মাথায় অব্যাহতি চেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা যায়, অধ্যাপক ফেরদৌস রহমান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসচিব ও রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ বলেন, ফেরদৌস সাহেব মৌখিকভাবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এখনও তাঁকে লিখিতভাবে দায়িত্ব অর্পণ করা হয়নি। ফলে তাঁর পক্ষ থেকে লিখিতভাবে কিছু জানানোর প্রশ্ন আসে না। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নির্বাচন কমিশনের আরেক কমিশনার মো. মাসুদ রানা বলেন, কমিশনের দায়িত্বপ্রাপ্তদের এখনও প্রশাসন থেকে অফিশিয়ালি পত্র দিয়ে দায়িত্ব অর্পণ করা হয়নি। সেই পরিপ্রেক্ষিতে, প্রধান কমিশনার কীভাবে অব্যাহতি চাইলেন সেটা আমি ঠিক বুঝতে পারছি না। এগুলো প্রশাসনই বিবেচনা করবে কী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে অধ্যাপক ফেরদৌস রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি তার দপ্তরে গেলে ব্যস্ততার অজুহাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অসম্মতি জ্ঞাপন করেন।

এর আগে, গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় ড. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৬ সদস্যের ব্রাকসু নির্বাচন কমিশন গঠন করা হয়। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এটিই হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন।

মন্তব্য করুন


Link copied