বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর মার্কেটিং বিভাগের আহত শিক্ষার্থী নিলয় সরকারের হাতে মেধা বৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তির চেক প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। ইউনিভার্সেল হেল্প হাব (ইউএইচএইচ)-এর উদ্যোগ ও সহায়তায় শিক্ষার্থী নিলয়ের হাতে মেধা বৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। এ মেধা বৃত্তির আওতায় নিলয়কে প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে মোট এক বছর আর্থিক সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ২০২৫ রাতে বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয় সরকার চোখে কাঁচের টুকরার আঘাতে গুরুতর আহত হন। সংঘর্ষের পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। চোখে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিলয়কে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।