আর্কাইভ  বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫ ● ৫ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার ও সাজা ন্যায়সঙ্গত নয়: অ্যামনেস্টি

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার ও সাজা ন্যায়সঙ্গত নয়: অ্যামনেস্টি

দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচার না করার অনুরোধ এনসিএসএর

দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচার না করার অনুরোধ এনসিএসএর

রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা

রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা

‘অন্তরটা ঠান্ডা হৈল’! হাসিনার ফাঁসির সাজা শুনে খুশি আবু সাঈদের বাবা

‘অন্তরটা ঠান্ডা হৈল’! হাসিনার ফাঁসির সাজা শুনে খুশি আবু সাঈদের বাবা

১০ মাসে ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি তিনটি পিস্তল ও ৬০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, রাত ১০:১০

Advertisement

নিউজ ডেস্ক: চলতি বছরের ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড হয়েছে। সেই হিসাবে প্রতি মাসে গড়ে ২০টি হত্যাকাণ্ড হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়। তবে এই পরিসংখ্যানের মধ্যে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনাও রয়েছে। 

এদিকে বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহ, পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারসহ নানা কারণে ঢাকায় প্রতি মাসে গড়ে ২০টি খুনের ঘটনা ঘটে। তবে ঢাকা মহানগরীর জনসংখ্যা, আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় খুনের ঘটনার সংখ্যা সহনীয় পর্যায়ে আছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারের পর হত্যার কারণ জানা যাবে।

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি। তারা হলো– জাহাঙ্গীর আলম টিটু, আব্দুর রাজ্জাক শানু ও মোঃ মামুন। মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিবির রমনা বিভাগের উপকমিশনার আমীর খসরু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দল নতুন শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি। তারা মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য পিস্তলগুলো নিজেদের কাছে রেখেছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কদমতলী থানায় দুটি মামলা করা হয়েছে। 

মন্তব্য করুন


Link copied