আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতি
হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রংপুরে নারীকে পেটানোর ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, বিকাল ০৫:২১

Advertisement

রংপুর প্রতিনিধি:  রংপুরের বদরগঞ্জে এক নারীকে টেনেহিঁচড়ে লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধরে বাধা দেওয়ায় ওই নারীর বৃদ্ধা মাকেও মারধর করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে আসামি করা হলেও রবিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা ওই নারীর প্রতিবেশী সাইফুল ইসলাম ও গোলজার হোসেন। 

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান সোমবার (১৮ নভেম্বর) সকালে ঘটনার বিষয়টি নিশ্চিত করে জনকন্ঠকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা  হয়েছে। দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

ভিডিওতে দেখা যায়, ওই নারীকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তাকে অন্তত পাঁচজন লাঠি দিয়ে বেধড়ক পেটান। এ ঘটনায় বদরগঞ্জ থানায় শনিবার সকালে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

পরে লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে রবিবার রাতে মামলাটি গ্রহণ এবং দু’জনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে ভুক্তভোগী ওই নারীর জমিতে কেটে রাখা ধান গরু ঢুকে নষ্ট করে। এ নিয়ে প্রতিবেশী গোলজার হোসেনের সঙ্গে তার ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে বিকেলে গোলজার হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে তাকে লাঠিপেটা করেন। তাদের বাধা দেওয়ায় ওই নারীর বৃদ্ধা মাকেও পেটান তারা। পরে অন্য প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মোবাশ্বির জানান, দুই নারীকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এতে ভুক্তভোগী নারীর মায়ের মাথা  ফেটে গেছে। আর ভুক্তভোগী নারীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

 

মন্তব্য করুন


Link copied