প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম: জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম আর নেই। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯ টায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি ১ ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টায় তার প্রথম নামাজে জানাজা রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নিজ বাড়িতে আনার পর দ্বিতীয় নামাজে জানাজা আগামীকাল রবিবার বেলা ১১টায় পান্ডুল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, দৈনিক বায়ান্নর আলো প্রকাশক ও সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহান, উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আতিয়া রহমান মুন্সি, সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান বি এম আবুল হোসেন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া, সাবেক থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিন্টু মন্ডল, ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।