আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ফিরে দেখা ২০২৪: পাপন যুগের অবসান, সাকিব বিতর্কের মাঝে যুব ক্রিকেটে নতুন সম্ভাবনা

রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, রাত ০৮:২৩

Advertisement Advertisement

নিউজ ডেস্ক : ২০২৪ সাল ছিল বাংলাদেশের ক্রিকেটে ঘটনাবহুল এক বছর। রাজনৈতিক পালাবদলের প্রভাব যেমন পড়েছে ক্রিকেট অঙ্গনে, তেমনি মাঠের সাফল্য-ব্যর্থতার সঙ্গে জড়িয়েছে ক্ষমতার পরিবর্তনের গল্প। নাজমুল হাসান পাপনের যুগের সমাপ্তি, পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, হাথুরুসিংহের বিতর্কিত বিদায়, অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় এশিয়া কাপ জয় এবং সাকিব আল হাসানের বিতর্ক এবং বিদায়ী টেস্ট—সব মিলিয়ে বছরের প্রতিটি অধ্যায় ছিল আলোচনায়। চলুন ফিরে দেখা যাক ২০২৪ সালের বাংলাদেশের ক্রিকেটের উল্লেখযোগ্য মুহূর্তগুলো...

হতাশার ওয়ানডে

তিন সংস্করণের মধ্যে ওয়ানডেতেই শক্তিশালী ধরা হয় বাংলাদেশকে। তবে ২০২৪ সালে এই সংস্করণে টাইগাররা ছিল ব্যর্থতার বৃত্তে। যদিও এ বছর ৫০ ওভারের ক্রিকেটে খুব বেশি ম্যাচ ছিল না বাংলাদেশের। তিনটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতে নাজমুল হোসেন শান্তর দল। তবে নভেম্বরে শারজাহতে আফগানিস্তানের কাছে একই ব্যবধানে সিরিজ হারে। এরপর বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়

২০২২ সালের পর এ বছরও ১০টি টেস্ট খেলার রেকর্ড স্পর্শ করে বাংলাদেশ। ২০২২ সালে মাত্র এক জয় পেলেও এবার তিনটি জয়ের দেখা পেয়েছে টাইগাররা। যার সবকটি এসেছে দেশের বাইরে। আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ তে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। দুটি ম্যাচেই অসাধারণ জয় পায় টাইগাররা। 

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। এক পর্যায়ে ৫ উইকেটে ২১৮ রানে থাকলেও পরে দারুণ ব্যাটিং-বোলিংয়ে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় নাজমুল হোসেন শান্তর দল। পরের টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে যায় ৬ উইকেটে।

আর বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশ। প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। জাকের আলির ব্যাটিংয়ের সঙ্গে নাহিদ রানা-তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১০১ রানের জয়ে সিরিজ ১-১ ড্র করে বাংলাদেশ। 

সফল টি-টোয়েন্টির বছরেও একরাশ হতাশা

২০২৪ সাল ছিল বাংলাদেশের সবচেয়ে সফল একটি বছর। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ২৪ ম্যাচে ১২টি জয় এসেছে। যেখানে ২০২১ সালে ২৭ ম্যাচ খেলে জয় এসেছিল ১১টিতে। তবে এমন সফল বছরেও ছিল চরম হতাশার গল্প।

মার্চে শ্রীলঙ্কার কাছে ২-১ এ সিরিজ হারে বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে টাইগাররা। বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটের টিকিট কাটে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে সুপার এইটে শতভাগ হার নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হারের পরও আফগানিস্তানের বিপক্ষে এক পর্যায়ে রান রেটের সমীকরণ মিলিয়ে সেমিফাইনালে খেলার সুযোগ ছিল টাইগারদের। তবে আফগানদের কাছে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ। 

পাপন রাজত্বের অবসান

২০১২ সালে সরকারের মনোনয়নে বিসিবি সভাপতি হন নাজমুল হাসান পাপন। এরপর ২০১৩ সাল থেকে টানা তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। তবে জুলাই-অগাস্টে ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে অবসান হয় পাপন রাজত্বের। দেশের বাইরে চলে গিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। 

শুধু তাই নয়, রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে গা ঢাকা দেন আরও বেশ কয়েকজন বোর্ড পরিচালক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের পদও খালি হয়ে হতে থাকে। পাপনের পতনের পর নতুন বোর্ড সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। 

এছাড়া বোর্ড পরিচালক হন কোচ ও ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম। বেশির ভাগ পরিচালকের পদ এখনও শূন্য। বোর্ড প্রধানের সঙ্গে দুই-তিনজন পরিচালক মিলেই চলছে বিসিবির কার্যক্রম। 

হাথুরুসিংহের বিতর্কিত বিদায়

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার কয়েকদিন আগে গত ১৫ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দিয়ে জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত করা হয় চন্ডিকা হাথুরুসিংহেকে। এক ক্রিকেটারের গায়ে হাত তোলা, অতিরিক্ত ছুটি কাটানোসহ অসদাচরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

হাথুরুসিংহেকে বরখাস্ত করার সংবাদ সম্মেলনেই নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করা হয়। আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে।

সাকিবের বিদায়ী টেস্ট, উত্তপ্ত বাংলাদেশ

বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ছিলেন নিশ্চুপ। যা নিয়ে সমালোচনার ঝড় উঠে। আন্দোলন চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রীর একটি পোস্ট এবং কানাডায় টি-টোয়েন্টি লিগে খেলার সময় এক দর্শকের দিকে সাকিবের একটি মন্তব্য সেই সমালোচনার আগুনে ঘি ঢালে। ৫ আগস্টের পর হত্যা মামলা দায়ের হয় তারা নামে।

দেশের বাইরে থেকেই পাকিস্তান ও ভারত সফরে বাংলাদেশের হয়ে খেলেন সাকিব। ভারত সফরে দ্বিতীয় টেস্টের আগে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের ম্যাচ খেলে অবসর নেওয়ার ইচ্ছের কথা জানান সাকিব। হত্যা মামলার আসামি হওয়ায় তার দেশে ফেরা নিয়ে দেখা দেয় শঙ্কা। 

বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা বিদায়ী টেস্ট খেলতে সাকিবকে সহযোগিতার কথা জানান। তবে তার বিদায়ী টেস্টে আগ মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায়। সাকিবকে বিদায়ী টেস্ট খেলা ঠেকাতে মিরপুর স্টেডিয়ামের আশেপাশে আন্দোলন কর্মসূচি শুরু করেন অনেকে। অন্যদিকে সাকিবের খেলা নিশ্চিত করতে মাঠে নামেন তার ভক্তরা। এক পর্যায়ে সাকিব ভক্ত ও বিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শেষ পর্যন্ত নিরাপত্তা শঙ্কায় সাকিবকে দেশে ফিরতে বারণ করা হয়।

যুবাদের 'ব্যাক টু ব্যাক' এশিয়া জয়

বাংলাদেশের ক্রিকেটের যতো বড় বড় সাফল্য তার সিংহভাগ এসেছে অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে। ২০২০ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২৩ সালে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল যুবা টাইগাররা। সাফল্যের সেই ধারাবাহিকতা এবারও ধরে রেখেছে তারা। 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে 'ব্যাক টু ব্যাক' এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেন যুবা টাইগাররা। ব্যাট হাতে দল সামনে থেকে নেতৃত্ব দেন আজিজুল তামিম।

মন্তব্য করুন


Link copied