স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ জেলার কিশোরীগঞ্জ উপজেলায় গণধর্ষণ মামলার পলাতক আসামী লিখন ইসলামকে(১৯) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। শনিবার(৪ জানুয়ারী) রাতে র্যাব-১৩ এর সিপিসি-২ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে সৈয়দপুর উপজেলার কামারপুকুর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। লিখন কিশোরীগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর দেওয়ানী পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লে. মোঃ সাইফুল্লাহ নাঈম জানান, লিখনকে কিশোরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
রবিবার(৫ জানুয়ারি) দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
র্যাব সুত্র জানায়, গতবছর(২০২৪) ৬ অক্টোবর কিশোরীগঞ্জ পানিয়ালপুকুর এলাকার এক নারীকে অপহরণ করে ডিমলার চাপানি এলাকার রব্বানীর বাড়িতে নিয়ে যায়। সেখানে লিখনসহ আরো দুইজন মিলে ওই নারীকে গণধর্ষণ করে তারা। প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ওই নারীকে ছেড়ে দেয়। পরে ১২ অক্টোবর ভিকটিম বাদী হয়ে কিশোরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলার নং- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৯ (৩) ধারা।