আর্কাইভ  বুধবার ● ৭ মে ২০২৫ ● ২৪ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৭ মে ২০২৫
ভারত-পাকিস্তানের নেতাদের ‘বড় জুয়া’

বিবিসির বিশ্লেষণ
ভারত-পাকিস্তানের নেতাদের ‘বড় জুয়া’

ভারত-পাকিস্তানের সামরিক শক্তির হিসাব-নিকাশ

ভারত-পাকিস্তানের সামরিক শক্তির হিসাব-নিকাশ

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের, জবাবে পাল্টা হামলা পাকিস্তানের

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের, জবাবে পাল্টা হামলা পাকিস্তানের

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলো ইরান

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলো ইরান

বাংলাদেশ জামায়াতে আমীরের আগমন উপলক্ষে পার্বতীপুর স্বাগত মিছিল

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, রাত ০৮:৪৯

Advertisement

দিনাজপুর প্রতিনিধি:  আগামী ২৫ জানুয়ারী দিনাজপুরে কর্মী সন্মেলন গোর-এ শহীদ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে পার্বতীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে  কেন্দ্রীয় বাস টার্মিনাল  এলাকা থেকে একটি বিশাল স্বাগত মিছিল বের হয়ে, পার্বতীপুর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আনোয়র হোসেন ( দিনাজপুর-৫ আসনের এমপি প্রত্যাশী ),বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি  গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর বায়তুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুজ্জামান, শ্রমিকল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান আলী, উপজেলা জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যান ফেডারেশন, উপজেলা যুব বিভাগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতের মোঃ আনোয়র হোসেন ( দিনাজপুর-৫ আসনের এমপি প্রত্যাশী ) বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেজন্য আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হবে।

পার্বতীপুর জামায়াতে ইসলামীর এমন বিশাল মিছিলকে মানুষ হাত নেড়ে অভিবাদন জানান। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও মুক্ত পরিবেশে মিছিল করতে পেরে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এ সময় জামায়াত নেতা-কর্মীদের উজ্জীবিত দেখা যায়। 

মন্তব্য করুন


Link copied