আর্কাইভ  বুধবার ● ৭ মে ২০২৫ ● ২৪ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৭ মে ২০২৫
ভারত-পাকিস্তানের নেতাদের ‘বড় জুয়া’

বিবিসির বিশ্লেষণ
ভারত-পাকিস্তানের নেতাদের ‘বড় জুয়া’

ভারত-পাকিস্তানের সামরিক শক্তির হিসাব-নিকাশ

ভারত-পাকিস্তানের সামরিক শক্তির হিসাব-নিকাশ

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের, জবাবে পাল্টা হামলা পাকিস্তানের

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের, জবাবে পাল্টা হামলা পাকিস্তানের

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলো ইরান

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলো ইরান

আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস  করিনা- জামায়াতের আমীর

শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, রাত ০৮:০১

Advertisement

শাহ্ আলম শাহী,দিনাজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ' আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস  করিনা। নইলে আমাদের উপর যে জুলুম করা হয়েছে,যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরতো, তাহলে এদেশে অনেক প্রতিশোধ নেয়া হয়ে যেত। তবে আমরা বলেছি হ্যাঁ, ওর যতগুলো খুন হয়েছে তার বিচার হতে হবে। আমরা এ বিচারের দাবি করি। খুনের বিচার যদি না হয় তাহলে খুনের সাংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সাংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজির বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার না হলে ঘুষখোরি বন্ধ হবেনা।সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে। আমরা দাবী করি।তবে আইন কেউ হাতে তুলে নেক এটাও আমরা পছন্দ করি না।আইন আইনের গতিতে চলবে। বিচার করতে গিয়ে কোন কবিচার হোক এটাও আমরা চাই না।আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেটা যেন পেয়ে যায়।এমন  একটি বাংলাদেশ আমরা গড়তে চাই।আমাদের সন্তানদের আমরা আশ্বস্ত করতে চাই। তোমরা যে বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে বলেছিলে,'উই ওয়ান্ট জাস্টিস'আমরাও তোমাদের সাথে আছি।তোমাদের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ এবং তোমাদের ভালোবাসি ও শ্রদ্ধা করি ।  
আমরা ন্যায়ের পক্ষ নেবো, অন্যায়ের প্রতিবাদ করবো। যদি অন্যায় নিরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদদদাতা হয়ে গেলাম। আমরা এই অপকর্মের দায় নিতে চাই না। এমনকি আমাদের দলের কেউ যদি এমনটা করে তাহলে বলবো তাদেরকে ধরেন, ছাড় দিবেন না। আমাদেরকে খবর দিবেন প্রশাসনকেও খবর দিবেন। এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।'
 
আজ শনিবার (২৫ জানুয়ারী) সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
দিনাজপুর  জেলা আমীর অধ্যক্ষ মো.আনিসুর রহমানের সভাপতিত্বে  এনং জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে ডা. শফিকুর রহমান আরো বলেন,জামায়াতের লোকেরা চাঁদাবাজি করে না। দখল বাণিজ্য করেনা। শত শত মানুষকে মামলায় ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করেনি। ঘুষের ভাগাভাগি করেনি।
জাতিকে সামনে এগিয়ে নিতে সীসাঢালা প্রচীরের মতো ঐক্য লাগবে। আমি বিনয়ের সাথে বলবো এমন কোন হটকারী কাজ করবেন না, যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরি-চামারি না করি। চাঁদাবাজি, দখল বাণিজ্য ও মামলা বাণিজ্য না করি। ফ্যাসিস্টদের যেন কোন রকম আশ্রয়-প্রশ্রয় প্রদান না করি।
তিনি বলেন, আমরা আমাদের সন্তানদের আশ্বস্ত করতে চাই- তোমরা আমাদের অহংকার তোমরা আমাদের গর্ব।আগামীর বাংলাদেশ আমরা ইনশাল্লাহ তোমাদের হাতে তুলে দিতে চাই।আমরা তোমাদের পাশে থেকে দোয়া করতে চাই সাহায্য করতে চাই।মরার আগে আমরা দেখে যেতে চাইআমার প্রিয় বাংলাদেশ সাম্য এবং  সৌহার্দের বাংলাদেশ।আমার প্রিয় বাংলাদেশ মানবিক বাংলাদেশ।এই মানবিক বাংলাদেশের জন্য আমাদের সংগ্রাম এবং সাধনা।এই সংগ্রামী আমরা সকলকে পাশে চাই সাথে চাই।এই সংগ্রাম তখনই সফল হবে,যখন আল্লাহর দেয়া বিধান-অনুযায়ী মানুষ ন্যায় বিচার পাবে।
 
সম্মেলনে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, মতিউর রহমানসহ অন্যরা।
 
মৃদু শৈত্য প্রবাহে দেশের সর্বোনিন্ম এবং জেলায়  ৯ দশমিক ২ ডিগ্রি  মৌসুমের সর্বোনিন্ম তাপমাত্রায় হাড় কাঁপানো শীত আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া উপেক্ষা করে ভোর থেকেই দলে নেতা-কর্মীরা সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়। ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয় মাঠ-ঘাট রাস্তা অলিগলি। আমীরে জামায়াত মঞ্চে উঠার আগেই সম্মেলনস্থল উপচে পড়ে জনতার ঢল। আশপাশের এলাকা মানুষে মানুষে সয়লাব হয়ে যায়। ডা. শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য বিভিন্ন স্থানে অবস্থান নেন হাজার হাজার মানুষ।
 
ড.শফিকুর রহমানের বলেন, 'জাতিকে সামনে এগিয়ে নিতে সীসাঢালা প্রচীরের মতো ঐক্য  আহবান জানাই।  আমি বিনয়ের সাথে বলবো এমন কোন হটকারী কাজ করবেন না, যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরি-চামারি না করি। চাঁদাবাজি, দখল বাণিজ্য ও মামলা বাণিজ্য না করি। ফ্যাসিস্টদের যেন কোন রকম আশ্রয়-প্রশ্রয় প্রদান না করি।'

মন্তব্য করুন


Link copied