স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ছাত্রদলের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশে বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী সরকারি কলেজ চত্বরে ছাত্রদলের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবি করা হয়।
এসময় বক্তৃতা দেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ প্রমুখ। সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রাজু পারভেজ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে শিক্ষাঙ্গনে আতঙ্ক তৈরি হয়েছিল। এসব কর্মকান্ডের সুষ্ঠু বিচার এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে শিক্ষাঙ্গনে এমন ঘটনা আর না ঘটে।
পরে নীলফামারীর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূইয়াকে স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা।