স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডিমলা উপজেলায় গাছ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে পড়ে সাদেকুল ইসলাম(৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার(৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামে ওই ঘটনাটি ঘটে। নিহত সাদেকুল ইসলাম উক্ত এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে ও এলাকার গাছ কাটা শ্রমিক।
এলাকাবাসী জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একই এলাকার মিলনের বাড়ির পিছনের ইউক্লিুপটাস গাছ কাটার সময় গাছ নিয়মন্ত্র হারিয়ে গাছ থেকে পড়ে যায় সাদেকুল। মাথায় ও কমড়ে গুরুত্বর আঘাত পেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলে এলাহি বিষয়টি নিশ্চিত করে জানান, সুরহতাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।