আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ঠাকুরগাঁও সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক 

শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৬:৪৩

Advertisement Advertisement

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
 
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাঁন্দেরহাট বিওপির সদস্যরা তাদের আটক করেন।
 
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ৭টা ৩০ মিনিটের দিকে সীমান্তের মেইন পিলার ৩৩২/৮ এস-এর কাছ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে নলডাঙ্গা নামক স্থানে পাঁচজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তাদের কাছে ৭৬ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। 
 
আটককৃত ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের রবি রায় (৪৫), তার স্ত্রী কবিতা রানী রায় (৪০), ছেলে অন্তর রায় (১৭) ও অপু রায় (১৫)। এছাড়া দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭) নামের এক নারীও আটক হয়েছেন।
 
বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও)লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম (পিএস সি) বলেন, আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 
 
এ বিষয়ে পীরগঞ্জ থানার (ওসি) (অফিসার ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম বলেন বলেন, ‘বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। তাদেরকে আমরা ঠাকুরগাঁও জেলা কোর্টে প্রেরণ করেছি।
 
উল্লেখ্য, ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্ত দিয়ে প্রায়ই অনুপ্রবেশের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলা হলেও এই প্রবণতা কমছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।

মন্তব্য করুন


Link copied