কাউনিয়া প্রতিনিধি || বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাউনিয়া উপজেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম আব্দুল লতিফ স্মৃতি সংসদ এর পক্ষথেকে কাউনিয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটনকে পৃথক ভাবে উপজেলা বিএনপি অফিসে এবং সভাপতির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন মরহুম আব্দুল লতিফের বড় ছেলে বিশিষ্ট সমাজসেবক ব্যাংকার শহিদুল ইসলাম ও ছোট ছেলে ইউনিয়ন বিএনপি নেতা ওয়াহেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রকিবুল হাসান পলাশ, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে মরহুম আব্দুল লতিফ স্মৃতি সংসদের সকলকে ধন্যবাদ জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।