আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রংপুর বিভাগের চারটি জোন নিয়ে শুরু হয়েছে ১০ম স্কুল ক্ষুদে গবেষণা কার্যক্রম

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার॥ দ্রুত ধাবমান এই প্রতিযোগিতামৃলক বৈশ্বিক প্রেক্ষপটে মর্যাদাশীল জাতি গঠনের জন্য সৃজনশীল প্রজন্ম বিনির্মাণে প্রতিবছরের ন্যায় এবছর(২০২৫) রংপুর বিভাগে শুরু হয়েছে স্কুল ক্ষুদে গবেষণা কার্যক্রম। তবে এবছর রংপুর বিভাগের চারটি জোন এই কার্যক্রম অংশ নিচ্ছে। 
তিনটি জেলা ও একটি উপজেলা নিয়ে শনিবার ও রবিবার(৮ ও ৯ ফেব্রুয়ারি) থেকে ‘গবেষণায় হাতেখড়ি কর্মশালা’ মাধ্যমে স্কুল গবেষণা কার্যক্রম শুরু হয়েছে রংপুর, নীলফামারী, সৈয়দপুর(উপজেলা) ও দিনাজপুর জেলায়। সমগ্র আয়োজনের সহযোগী বণিক বার্তা ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। 

এই চারটি জোনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি অংশে বিভক্ত এ কর্মশালায় প্রথম অংশে গবেষণা কি, এর ধাপগুলো কি এবং ব্যক্তি ও রাষ্ট্রিক জীবনে এর উপযোগিতা নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় অংশে নৈতিকতা ও গবেষণার সম্পর্ক ও ফিলোসফি অব সায়েন্স নিয়ে আলোচনা করা হয়। শেষে শিক্ষার্থীরা গ্রুপে বিভক্ত হয়ে তাদের আগ্রহের ক্ষেত্র লিখিত আকারে জানায়। এই আগ্রহের ক্ষেত্রের ওপর ভিত্তি করেই পরবর্তী সেশনে গবেষণা শিরোনাম ও পদ্ধতি নির্ধারণ করা হবে। 
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে চিন্তার চাষ আয়োজিত স্কুল গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উদ্বোধনী সেশন সহ মোট ৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ক্লাসে দল ভিত্তিক প্রস্তাবিত শিক্ষার্থীদের গবেষণার বিষয়ের উপর তারা কিভাবে মাঠ পর্যায়ে গবেষণা করবে, তৃতীয় ক্লাসে তাদের গবেষণা কার্যক্রম কি অবস্থায় রয়েছে, বিভিন্ন সমস্যার সমাধান এবং চতুর্থ শেষ ক্লাসে গবেষণা উপস্থাপন, সংশোধন ও ফাইনাল পেপার প্রদান। যারা গবেষণা শেষ করতে পারবে তাদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণরাই নির্দিষ্ট ফি মাধ্যমে রেজিস্ট্রেশন করে আগামী ১১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিতব্য “১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন-২০২৫”-এ অংশগ্রহণ করতে পারবে। 
চারটি জোনের কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ‘চিন্তার চাষ’-এর নির্বাহী পরিচালক এস এম মেসবাহ আর রহমান। রংপুরে সহযোগী রিসোর্স পারসন হিসেবে ছিলেন সমন্বয়ক সুরাইয়া ছুম্মা। ব্যবস্থাপনায় ছিলেন রংপুর বিভাগীয় সমন্বয়ক আহসান হাবিব হিমেল ও নীলফামারী জেলা সমন্বয়ক মোরসালিন ইসলাম। 
রবিবার(৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর জিলা স্কুলের অডিটরিয়ামে কর্মশালায় রংপুর জিলা স্কুল ছাড়াও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং সমাজ কল্যাণ বিদ্যাবীথি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সপ্তম-দশম শ্রেণীর বাছাইকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। 
এছাড়া শিক্ষার্থীদের সহায়তার জন্য উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ বিদ্যাবীথি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসানা হোসেন, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিন্নাত হাসিনা ও রংপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক গাজী সালাহউদ্দিন। 

একই দিন বিকাল সাড়ে ৩টার থেকে বিকাল ৫টা পর্যন্ত নীলফামারীর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজেও গবেষণায় হাতেখড়ি কর্মশালা অনুষ্ঠিত হয়। 
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুস সামাদ শিকদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছমির উদ্দিন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আফসানা আফরোজ সুমি। 
কর্মশালায় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এ আর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রাবেয়া বালিকা বিদ্যানিকেতন, নীলসাগর আদর্শ বিদ্যাপীঠ, গ্রীন সাইন স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম-দশম শ্রেণীর বাছাইকৃত শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। 
এছাড়া সহকারী শিক্ষক সোহেল রানা ও অনুপম ঘোষ শিক্ষার্থীদের সহযোগিতা করেন। 
কর্মশালায় ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির নীলফামারী জেলা কমিটির সভাপতি ফওজিয়া ইয়াসমিন জলি, সংগঠনের নীলফামারী জেলার সমন্বয়ক মোরসালিন ইসলাম ও আবদুল্লাহ আল সাফী।

শনিবার(৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর মিউনিসিপাল স্কুলে অনুষ্ঠিত গবেষণা কর্মশালায় জেলা শহরের বিভিন্ন স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণীর আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেয়। এতে অতিথি ছিলেন মিউনিসিপ্যাল স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন। শিক্ষার্থীদের সহায়তায় উপস্থিত ছিলেন দিনাজপুর কালেক্টরেট স্কুলের আইসিটি শিক্ষক রাশিদুল ইসলাম সিদ্দিকি।

একই দিন বেলা সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শহরের সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলে একই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল, ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এর ক্ষুদে গবেষক হতে ইচ্ছুক শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নেয়। ভেন্যু স্কুলের সহকারী শিক্ষক মো. আসাদুল হক ও আফসানা খাতুন শিক্ষার্থীদের সহায়তা প্রদান করেন। 
ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের নীলফামারী জেলা সমন্বয়ক মোরসালিন ইসলাম, দিনাজপুর জেলা সমন্বয়ক তানভীর তাহসান খন্দকার, নওশিন মদিনা সরকার, স্নেহা দাস ও শিরিন আক্তার মায়া। 

মন্তব্য করুন


Link copied