সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা জেলা ছাত্র কল্যাণ সমিতি (ঢাকা ও মানিকগঞ্জ), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ২য় তলায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ রফিউল আজম খান এবং উত্তরবাংলা ডটকম এর প্রকাশক মুরাদ মাহমুদ নতুন কমিটি অনুমোদন করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ হাসিবুল হাসান (MIS 13) এবং সাধারণ সম্পাদক হিসেবে সারোয়ার খান (FIN 13) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সিদরাতুল মোনতাহা রাফা (ENG 12), মোছাঃ নাওশিন তাবাসসুম (MIS 13), ফিসান সিকদার (MIS 13)। যুগ্ম সাধারণ সম্পাদক, স্পর্শ (MIS 13), আখফাশ শাফী ইতকান (MIS 13), মোঃ আবদুল আলিম ইমন (MIS 13), মো: আল ইসলাম রিফাত (CSE 13), নাফিস সাদিক অন্তর (FIN 13), সালমা জাহান সুরভী (EEE 13), সাজেদাতুন নূর সুগন্ধা (EEE 13), তাসবীন শাকীব (DM 14)। সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের সিয়াম (MKT 14)। সহ-সাংগঠনিক সম্পাদক, ফয়সাল হোসেন (MKT 14), আল মাহমুদ আকাশ (EEE 14), শাকিলা আলম ঐশী (CSE 14), তামিম (MIS 14), হাসান (MIS 14)। সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ সামিউল হক আদিল (PAD 14), ইমন (FIN 14)। কোষাধ্যক্ষ, রোমান (MKT 15), দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান (FIN 15), উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা (MATH 15), আব্দু্বাস উদ্দিন তুহিন (EEE 15), প্রচার সম্পাদক ফাহাদ (STAT 15), উপ-প্রচার সম্পাদক রিদিকা (MIS 15), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিপন (FIN 15), উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সানভি আহমেদ মাহিম (BAN 15), শিক্ষা বিষয়ক সম্পাদক সাকিন (MGT 15), ক্রীড়া সম্পাদক সামিন (MIS 15), ছাত্রী বিষয়ক সম্পাদক চৈতি ঘোষ (MCJ 15), কার্যকরী সদস্য আলভী (CSE 15), নাফিউর (STAT 15), আবু বক্কর সিদ্দিক (MATH 15), সায়েদা তাসমিম (STAT 15), তুশি রহমান (STAT 15), সাইফুল ইসলাম (MATH 15), ইরফান শাহারিয়ার (AIS 15), মোঃ শান্ত (GES 15), নুসরাত জাহান মীম (MKT 15), সাকিব আল হাসান (FIN 15), এবং মেহেদী হাসান (FIN 15)।

নতুন কমিটি অনুমোদনের পাশাপাশি ঢাকা এবং মানিকগঞ্জ থেকে আগত নতুন শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট, চাবি রিং এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য, ঢাকা জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকা অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সমাজসেবামূলক ও সহযোগিতামূলক কাজ করে আসছে।