আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা

বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা
তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা

আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা ! আরাকান বাংলাদেশে যুক্ত হচ্ছে ?

মানচিত্রে বড় পরিবর্তন আসবে?
আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা ! আরাকান বাংলাদেশে যুক্ত হচ্ছে ?

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

‘গাজার নৌ-বহর ও শহিদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে’

বিবৃতিতে প্রধান উপদেষ্টা
‘গাজার নৌ-বহর ও শহিদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে’

রংপুরে বিশ্ব বেতার দিবস, ২০২৫ উদ্‌যাপিত

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৬:০৬

Advertisement

নিউজ ডেস্ক: ‘বেতার এবং জলবায়ু পরিবর্তন’—এই প্রতিপাদ্যে রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস, ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের স্টুডিওতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম।

সভাপতির বক্তৃতায় আঞ্চলিক পরিচালক বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে বাংলাদেশ বেতার সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ বেতার জনসচেতনতামূলক সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনবান্ধব কার্যক্রম পরিচালনা করছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ বেতার এখন নিউ মিডিয়ায় প্রবেশ করেছে। এর ফলে বাংলাদেশ বেতারের কার্যক্রম মোবাইল এপ্লিকেশনের মাধ্যমেও মানুষ সরাসরি উপভোগ করতে পাচ্ছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের প্রকৌশল বিভাগের আঞ্চলিক প্রকৌশলী মোঃ ওয়াহেদুজ্জামান, অনুষ্ঠান বিভাগের উপ আঞ্চলিক পরিচালক এ এইচ এম শরিফ, বার্তা বিভাগের সহকারি বার্তা নিয়ন্ত্রক মো. বিপ্লব নাজির প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও কলাকুশলীগণ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে সকালে বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্র থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বেতার, রংপুর বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—টি-টোয়েন্টি ক্রিকেট, ইনডোর ও আউটডোর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।

মন্তব্য করুন


Link copied