আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

মাঠে নামছে খালেদা জিয়া, প্রস্তুত স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি

মাঠে নামছে খালেদা জিয়া, প্রস্তুত স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি

তিস্তা নদী শুধু উত্তরাঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ- দুলু

তিস্তা নদী শুধু উত্তরাঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ- দুলু

রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ ঘোষণা

রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ ঘোষণা

কুড়িগ্রামে ডেভিল হান্টের অভিযানে গত ২৪ ঘন্টায় ১৭ জন গ্রেফতার

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৫:৪৭

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে শুক্রবার ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্হান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। 
 
তিনি আরো জানান, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের  বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।
 
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন  গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ (৪০), সাধারন সম্পাদক মোঃ ছফিয়ার রহমান (৪৫), রৌমারী দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য মোঃ সাদ্দাম হোসেন জীবন, চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (৪০), রাজারহাট উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক আশীষ কুমার সরকার, রাজারহাট টগরাইহাট মুজিব সৈনিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ জিয়াউর রহমান (২২), ভূরুঙ্গামারী উপজেলার ১ নং পাথরডুবি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী আন্ধারীঝার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম (২৫), নাগেশ্বরী উপজেলার  বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুল হক (৪০), নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ শাহাদৎ হোসেন (২৯), উলিপুর উপজেলা শাখা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান (৫৩), ফুলবাড়ী উপজেলার  নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী শেখ রায়হান পল্লব (২০), ফুলবাড়ী উপজেলা আওয়ামিলীগের সদস্য মোঃ গোলাম ওয়াদুদ (৫৫), কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন   ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আঃ রহিম ওরফে মেহেদী হাসান নয়ন (২৭), চিলমারী উপজেলার  রমনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিলমারী রমনা ইউনিয়ন  ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নুর ই-এলাহী তুহিন (৫০), ছাত্রলীগের সদস্য মোঃ সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া (২৬) ও রমনা ইউনিয়নের আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোঃ জাকিউল ইসলাম (৩২) সহ মোট ১৭ জন ফ্যাসিস্ট কে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযান সরকার কর্তৃক আদিষ্ট হয়ে পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছেন।
 
শুক্রবার গ্রেফতারকৃতদের পুলিশ কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক সকলকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। 

মন্তব্য করুন


Link copied