আর্কাইভ  মঙ্গলবার ● ৬ মে ২০২৫ ● ২৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৬ মে ২০২৫

কুড়িগ্রামে উলিপুরে এক বৃ‌দ্ধের ঝ‌ুলন্ত মর‌দেহ উদ্ধার

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৬:৫৯

Advertisement

কু‌ড়িগ্রাম প্রতিনিধি: কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ঝুলন্ত অবস্থায় আয়নাল হো‌সেন (৬০) নামে এক বৃদ্ধের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। র‌বিবার (১৬ফেব্রুয়া‌রি)উপজেলার ধামশ্রেণী বাজার এলাকা থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়। তি‌নি‌ ধাম‌শ্রেণী পাইকপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।


জানা গেছে, ক‌য়েক বছর আগে আয়নাল হোসেন পাইকপাড়া এলাকা থে‌কে ধামশ্রেণী বাজার সংলগ্ন এলাকায় বসবাস ক‌রে আস‌ছেন। বার্ধক্যজনিত কারণে তি‌নি মান‌সিক সমস‌্যায় ভুগ‌ছি‌লেন। শনিবার দিবাগত রাতের খাবার খেয়ে ঘুমাতে যান আয়নাল হোসেন। মধ্য রাতে ঘুম থেকে উঠে বাহিরে চলে গেলে আর ফিরে আসেননি। পরে সকালে বা‌ড়ির পেছ‌নের এক‌টি গা‌ছে তার ঝুলন্ত মর‌দেহ দেখ‌তে পায় স্বজনরা। খবর পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে।


উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে এক‌টি ইউডি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

মন্তব্য করুন


Link copied