আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

ইয়াবা সেবনকালে হাবিপ্রবি'র উপপরিচালকসহ  ৪ জন আটক

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ০৩:১৩

Advertisement Advertisement

শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপপরিচালক  ইমতিয়াজ জুবায়ের সজীবকে (৩৬) ইয়াবা সেবনরত অবস্থায় আটক করেছে পুলিশ। 
 
বুধবার  (১৯ ফ্রেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে  দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি মোটর মেকানিক গ্যারেজ থেকে কোতোয়ালি থানার পুলিশ তাকে আটক করে। এ সময় আটক করা হয় তার আরও তিনজন সঙ্গীকে।

আটককৃত অন্যরা হলেন, দিনাজপুর শহরের বড় বন্দর এলাকার জাকির হোসেন (৩৬), বালুবাড়ী এলাকার আব্দুল্লাহ আল -ফারুক (৩৭) ও চারুবাবুর মোড় এলাকার আমিনুল রসুল শুভ (৪০)। 
 
আটক ইমতিয়াজ জুবায়ের সজীব দিনাজপুর  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) হিসাব শাখায় কর্মরত।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানিয়েছেন, গতকাল বুধবার রাত ১১টার দিকে ইয়াবা সেবন অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। তারা গ্যারেজের ভেতরে একটি গোপন কক্ষে নিয়মিত মাদক সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ওই চারজনকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 

মন্তব্য করুন


Link copied