আর্কাইভ  বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫ ● ২৫ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক

সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক

ভারত-পাকিস্তান হামলা-পাল্টা হামলা: কার কেমন ক্ষতি হয়েছে?

ভারত-পাকিস্তান হামলা-পাল্টা হামলা: কার কেমন ক্ষতি হয়েছে?

আকাশযুদ্ধে ধরাশায়ী রাফাল, আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স!

আকাশযুদ্ধে ধরাশায়ী রাফাল, আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স!

ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে রংপুরে জনরাষ্ট্র মঞ্চের উদ্যোগে চিত্রঙ্কান ও কুইজ প্রতিযোগিতা

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ০৮:২৩

Advertisement

নিউজ ডেস্ক : ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে আজ ২০ ফেব্রুয়ারি ’২৫খ্রিঃ সকাল ৯:৩০টায় স্থানীয় শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরাম স্কুলে প্লে থেকে ১০ম পরীক্ষার্থীসহ মোট ১৪ টি শ্রেণীর প্রায় ৫০০শত শিক্ষার্থী চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে তাদের অঙ্কন, লিখিত কুইজ ও রচনামূলক পরীক্ষার মূল্যায়ন করা হয়। মূল্যায়ন শেষে বিকাল ৪টায় স্কুল মাঠে স্কুলের প্রধান অধ্যক্ষ জনাব আব্দুল খালেক সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ জনরাষ্ট্র মঞ্চের রংপুর জেলার সদস্য সাদেক হোসেন। উপস্থিত ছিলেন, খাদেমুল ইসলাম, স্কুলের শিক্ষক মণ্ডলী। 


জনাব সাদেক হোসেন বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আমাদের ছাত্র-যুবসমাজকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। তাঁদের এই আত্মত্যাগ কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। তাঁদের আত্মত্যাগ ছিলো এই বাঙালি জাতি ও রাষ্ট্রের প্রয়োজনে। তাঁরা নিজের জীবনকে নিঃশঙ্কচিত্তে দেশ-জাতির জন্য দিয়েছেন জন্যই পরবর্তীতে সকল গণতান্ত্রিক আন্দোলনে এদেশের মানুষ সফল হয়েছে। বাঙালি জাতি ঐক্যবদ্ধ ভাবে তৎকালীন পাকিস্তানী শাসকের বিরুদ্ধে, শোষণ-লুণ্ঠনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এইজাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করতে পেরেছে। ১৯৭১ সালে গঠিত মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ প্রাণ ও ২লক্ষ নারীর সম্মানকে বিসর্জন দিতে হয়েছে। তিনি, ছাত্র সমাজকে অতীতের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে সত্যিকার সুনাগরিক হওয়া ও দেশ-জাতির জন্য অবদান রাখার জন্য আহ্বান জানান। 


আলোচনা সভা শেষে প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে প্রতি শ্রেণীতে ৩জনকে বিশেষ উপহার বই, শিক্ষা উপকরণ ও অংগ্রহণকারী সকলকে সান্তনা পুরুষ্কার প্রদান করা হয়। 

মন্তব্য করুন


Link copied