আর্কাইভ  শনিবার ● ৩ মে ২০২৫ ● ২০ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৩ মে ২০২৫

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা: ২৪ ঘন্টার আল্টিমেটাম

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৭:১৬

Advertisement

দিনাজপুর  প্রতিনিধি : ভুয়া এবং অবাঞ্ছিত ছাত্র প্রতিনিধিদের দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-দিনাজপুর জেলা কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এই কমিটিকে  ২৪ ঘন্টার মধ্যে অবাঞ্চিত ঘোষনা করে নতুন কমিটি গঠন করা না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা শিক্ষার্থীদের একাংশ।
 
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি)  দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাদের একাংশ এমন দাবি তুলেছে।
 
সংবাদ সম্মানে লিখিত বক্তব্যে হিমেল দেওয়ান অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা কমিটি তৈরী করা হয়েছে কিছু ভূয়া ছাত্র প্রতিনিধি দ্বারা, যারা আন্দোলনে ছিলেন না, ৫ আগষ্টের পর আসে এবং সম্বয়ক দাবী করে। এরা সম্বয়ক পরিচয়ে নানা অপকর্ম করে আসছে। যাদের কমিটিতে গুরুত্বপূর্ন পদে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। স্বজনপ্রীতি এবং স্বার্থ রক্ষার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। 
 
বক্তারা দাবী করেন অযোগ্যদের নিয়ে গঠিত এই কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে ইতিমধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেশকাত আরেফিন শাকিল সহ যুগ্ম আহ্বায়ক , যুগ্ম সদস্য সচিব সহ সংগঠক যোদ্ধাদের অর্ধশতাধিক সদস্য পদত্যাগ করেছেন।
 
 সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সমম্বয়ক সারজিস আলমের প্রতি দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই কমিটি  বাতিল না করলে রাস্তায় আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে কেন্দ্রীয় কমিটির নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
প্রেসব্রিয়িংয়ে বক্তব্য রাখেন শাহিদ আনোয়ার , মেশকাত আরেফিন ফারহান , আরিশা তাজরিন, ফয়সাল রহমান, আশরাফুল ইসলামসহ অন্যরা। 
 

মন্তব্য করুন


Link copied