আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

২৪ ঘন্টায় ভিসা পাওয়া যাবে পাকিস্তানের : রংপুরে পাকিস্তান হাই কমিশনার

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ০৪:৩৪

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।।  বাংলাদেশের যে কোন নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘন্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিষ্ট ভিসা, বিজনেস ভিসা কোনরকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানান তিনি। 
 
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান বাংলাদেশের মধ্যকার দুইদেশের ব্যবসা বানিজ্য প্রসার বিষয়ক আলোচনায় এ কথা বলেন তিনি। 
পাকিস্তান হাই কমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কুটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে ‍উন্নতর ও দৃঢ হচ্ছে। এই উন্নতিতে তিনি (মাশাআল্লাহ) খুশি বলে জানান। এসময় তিনি সম্পর্ক আরো দৃঢ হউক এই প্রত্যাশা করেন। 
 
বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের দুই দেশের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। যে যে পণ্যের চাহিদা রয়েছে, সেই বিষয়গুলো যাচাই করার জন্য ব্যবসায়ীদের বলেন তিনি। রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য আমদানী-রপ্তানির ক্ষেত্রে কোন শুল্ক সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাকিস্তান সরকারকে এ বিষয়টি অবহিত করবেন বলে জানান তিনি। 
 
আলোচনা শেষে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দেন। এসময় ব্যবসায়ী ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে ছবি তোলেন তিনি। 
 
এসময় রংপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সভাপতি আকবর আলী, সহ-সভাপতি মামুন উর রশীদ মামুন, জামায়াতে ইসলামী জেলা আমিন গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খান,  অন্যান্য সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ। 

মন্তব্য করুন


Link copied