মমিনুল ইসলাম রিপন: রংপুরের রেললাইন থেকে আব্দুস ছালাম (৭০) নামে এক বৃদ্ধের পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই বৃদ্ধ নগরীর উত্তর বাবু খাঁ এলাকার মৃত ইফাজ উদ্দিনের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ। তিনি জানান, রোববার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের সরকার পাড়া গ্রামের আমতলী নামক স্থানে রেললাইনের উপর থেকে পরিচয়হীন ওই বৃদ্ধে লাশ উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়। তবে কিভাবে মারা গেছে বিষয়টি এখনও পরিস্কার না। নিহতের পরিবার বলছে, ওই বৃদ্ধের মাথার সমস্যা ছিলো, তিনি কানেও শোনে না বলে জানা গেছে।
রংপুর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের মাঝে লাশ হস্তান্তর করা হয়েছে।