আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

আবু সাঈদ হত্যা মামলা

সাবেক প্রক্টরকে গ্রেপ্তার দেখানোর প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, বিকাল ০৫:৫৬

Advertisement Advertisement

বখতিয়ার নাসিফ আহাম্মেদ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ঘটনার সময় আবু সাঈদ হত্যা মামলায় প্রকৃত অভিযুক্তদের বাদ দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শরিফুল ইসলামকে আসামি দেখানোর প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা দ্রুত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা "বিচারের নামে প্রহসন মানি না, মানবো না", "উই ওয়ান্ট জাস্টিস" এবং "আবু সাঈদ হত্যার মূলহোতাদের গ্রেপ্তার করতে হবে"—এমন নানা স্লোগান দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ১১ জুলাই ছাত্রলীগের হামলায় জড়িতদের বাদ দিয়ে তৎকালীন প্রক্টর শরিফুল ইসলামকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী খোকন ইসলাম বলেন, "যেখানে তৎকালীন ছাত্র উপদেষ্টা সাব্বীর আহম্মেদ চৌধুরী নিরাপদে সরে যেতে পারেন, সেখানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়া প্রক্টর শরিফুল ইসলামকে আসামি বানানো হয়েছে। ছাত্রলীগের হামলার পর প্রক্টর স্যারের ওপর হামলার মিথ্যা স্বীকারোক্তি দিতে চাপ দেওয়া হয়েছিল, যা তিনি দেননি।"

তিনি আরও বলেন, "আসলে মামলায় প্রকৃত দোষীদের আড়াল করতেই শরিফুল ইসলাম ও ইমরান চৌধুরী আকাশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রহসন মেনে নেওয়া যায় না।"

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী জাকের হোসেন পাশা বলেন, "সারা বিশ্ব দেখেছে যে আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এরপরও মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে।"

 

তিনি আরও যোগ করেন, "শরিফুল স্যার ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে ত্রুটি করতে পারেন, কিন্তু তিনি যে অপরাধ করেননি, তার দায় তাঁকে দেওয়া যায় না। আমরা ব্যক্তির পক্ষে নই, ন্যায়ের পক্ষে কথা বলছি।"

মন্তব্য করুন


Link copied