আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

দিনাজপুরে বিদ্যুৎ বিতরণ বিভাগে ভয়াবহ অগ্নিকান্ড

বুধবার, ৫ মার্চ ২০২৫, রাত ০৮:৪০

Advertisement Advertisement

শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ের মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে পুড়ে গেছে বিদ্যুৎ বিতরণের কাজে ব্যবহৃত চারটি ট্রান্সফরমার। তবে কোন হতাহতদের ঘটনা ঘটেনি।
 
বুধবার (৫ মার্চ) বিকেল সোয়া ৪ টায় দিনাজপুর  শহরের বালুবাড়ী বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আঞ্চলিক মেরামত কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। বিকেল সোয়া ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। 
 
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানায়, বিকাল সোয়া ৪টার দিকে জেলা শহরের বালুবাড়ী এলাকায় বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ের মেরামত কারখানায় আগুন লাগে। ধোঁয়া দেখে সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে জানান। ওই সময় নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে ছিলেন না। সংবাদ পাওয়ার পর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান তিনি। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিছুক্ষণ পর আরও তিন ইউনিট কাজে যুক্ত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 
 
তিনি বলেন,কারখানার ভেতরে তেলের ড্রাম বিস্ফোরণ হয়ে আগুন ভয়াভব আকার ধারণ করে। পরে আরও তিন ইউনিট এসে কাজ করে নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখানে পানির সংকট ছিল, তা না হলে আরও আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারতাম আমরা। সব মিলিয়ে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে,আগুন কীভাবে লেগেছে সেটি নিশ্চিত নই। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখন নিশ্চিত করে বলা যাবে না। তবে কোনো হতাহত হয়নি। '
 
এ বিষয়ে  নির্বাহী প্রকৌশলী স্বপন বসাক বলেন, বিকেলে আগুন দেখতে পেয়ে কর্মচারীরা খবর দিলে দ্রুত বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। পায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কারখানায় ট্রাসফর্মারসহ বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য রয়েছে।

মন্তব্য করুন


Link copied