মমিনুল ইসলাম রিপন রংপুর।। বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করা, শুণ্য পদে চিকিৎসক নিয়োগসহ ৫ দফা দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল, স্বারকলিপি প্রদান ও কর্মবিরতি কর্মসূচী পালন করেছে মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ণ ও ট্রেইনিং চিকিৎসকরা। রবিবার (৯ মার্চ) দুপুরে রংপুর মেডিকেল কলেজ থেকে মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ণরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর অধ্যক্ষ ডাঃ শরিফুল ইসলামের কাছে স্বারকলিপি প্রদান করে তারা। এদিকে মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ণদের আন্দোলন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে রবিবার থেকে যোগ দিয়েছেন ট্রেইনিং চিকিৎসকরা। তারা দাবী আদায়ে কর্মবিরতি শুরু করেছে। বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান শেষে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজের ট্রেইনিং ডাঃ ফরহাদ আখতার, ডাঃ লিমা মনি ঘোষ, ডাঃ আব্দুল্লাহ আল রনি, ইন্টার্ণ চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমানসহ অন্যরা।
এ সময় বিএমডিসি’র বিরুদ্ধে করা রিট ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার, স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শুন্য পদ পূরণ, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মত ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেয়া, প্রতি বছর ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখা, ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছর করা, সকল ম্যাটস ও মানহীন সরকারী-বেসরকারী মেডিকেল কলেজ বন্ধসহ ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ প্রদান, ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিক্সে প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানানো হয়।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী থেকে ৫ দফা দাবীতে রংপুরের মেডিকেল কলেজ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা এবং ইন্টার্ণরা চিকিৎসাসেবা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছে।