আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

তিস্তাপাড়ে হাহাকার
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

আইসিটি আইন সংশোধন
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদযাত্রার কোচ মেরামতে ব্যস্ততা

সোমবার, ১০ মার্চ ২০২৫, বিকাল ০৭:৩৯

Advertisement

নিউজ ডেস্ক: আসছে ঈদুল ফিতরে অধিক সংখ্যক যাত্রী পরিবহনকে সামনে রেখে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মব্যস্ততা বেড়েছে। ঈদে ঘরমুখী যাত্রী পরিসেবায় পশ্চিমাঞ্চল রেলওয়েতে দুইজোড়া স্পেশাল ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই সাথে প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এসব যোগান দিতে ১২০টি কোচ মেরামত করা হচ্ছে কারখানাটিতে।  

ক্যারেজ শপের ইনচার্জ (ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী) মমিনুল ইসলাম বলেন, খুব ব্যস্ত আমরা। ১০ জনের কাজ করছেন দুইজন শ্রমিক। এ অবস্থায় আমরা যাত্রী সেবা স্বাভাবিক রাখতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১২০টি কোচ মেরামতে কাজ করছি। এরমধ্যে রয়েছে ৯০টি ব্রডগেজ (বড়) ও ৩০টি মিটারগেজ (ছোট) কোচ। এরমধ্যে ৬৮টি কোচ রেলওয়ে পরিবহন বিভাগের কাছে এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। বাকি  কোচগুলো  আগামী ২০ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হবে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোস্তফা জাকির হাসান বলেন, জনবল সঙ্কট সত্ত্বেও ঈদুল ফিতরের যাত্রী সেবা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এবার ঈদে রাজধানী থেকে পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা যাতে নির্বিঘ্নে স্বজনদের সাথে ঈদ করতে পারে সেজন্য প্রতিটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মা সেতু চালুর পর পশ্চিমাঞ্চল রেলপথ সম্প্রসারিত হয়েছে। ফলে ট্রেনও বেড়েছে।  এদিকে ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর রুটে ঈদে দুই জোড়া ট্রেন চালুরও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১২০টি কোচ মেরামতের পাশাপাশি আরও ৬০টি কোচ মেরামত করা হচ্ছে বলে জানান তিনি। নিয়মিত কাজের অংশ হিসাবে এসব কাজ করা হচ্ছে তিনি জানান।  

মন্তব্য করুন


Link copied