আর্কাইভ  শুক্রবার ● ২ মে ২০২৫ ● ১৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২ মে ২০২৫

কুড়িগ্রামে এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

শুক্রবার, ২১ মার্চ ২০২৫, রাত ০৯:১৭

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ১৭ বছরের এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে এক ট্রাক চালক ও তার সহযোগী মিলে সংঘবদ্ধ ধর্ষণ করায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষিত ওই কিশোরী কৌশলে পালিয়ে এসে পাশর্^বর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এঘটনার পর ধর্ষক ও তার সহযোগীরা পলাতক রয়েছে। শুক্রবার(২১মার্চ) সকালে ধর্ষিত মেয়েটির মেডিকেল রিপোর্ট করতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


ধর্ষণের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেয়া কিশোরীকে দেখতে ভীড় করছেন স্থানীয়রা। সেখানে উপস্থিত যৌথ বাহিনীও। আত্মীয়তার সুবাদে গত ২ মার্চ রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যায় গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে পাশর্^বর্তী লালমনিরহাট সদরের চরগুকুন্ডা গ্রামে নিয়ে আসা হয় কিশোরীকে। পরে স্ত্রীর সহযোগীতায় কিশোরীকে তাদের বাড়িতে আটকিয়ে রেখে ১৮ দিন যাবত ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারন করে ফজলুল ও তার সহযোগী সেলিম। এরপর বুধবার রাতে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে আসার সময় ফজলুলের লোকজন ধাওয়া দিলে পাশর্^বর্তী রাজারহাটের গতিয়াসাম গ্রামে আব্দুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয় কিশোরী। সেখানে বর্ণনাদেন তার সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার। ভুক্তভোগী কিশোরী রাজারহাট উপজেলার  মধ্য সুলতান বাহাদুর গ্রামের দুলু মিয়ার মেয়ে। রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম এলাকার আরিফ হাসান জানান, ভুক্তভোগী মেয়েটির আশ্রয় নেয়ার খবর পেয়ে সেখানে যাই এবং ঘটনার সত্যতা খুঁজে পাই। পরে আমরা এলাকাবাসী সেনাবাহিনী ও পুলিশকে খবর দেই। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে অভিযুক্ত ড্রাইভারের বাড়িতে গেলে ড্রাইভার ফজলুল পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে ছুরি, কাচিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।


স্থানীয়রা জানায়, বুধবার রাত আনুমানিক আটটার দিকে হেলেনা পারভীন নামের একটি মেয়ে ফজলুর বাড়ি থেকে পালিয়ে এসে সরিষা বাড়ি বাজারের নিকট বাছেদ উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসে। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী মেয়েটিকে থানায় নিয়ে আসে।


এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: তসলিম উদ্দিন জানান, এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ০৬, তারিখ: ২০/০৩/২০২৫ই। শুক্রবার(২১মার্চ) সকালে ধর্ষিত মেয়েটির মেডিকেল রিপোর্ট করতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশ ও সেনা বাহিনী তৎপর রয়েছে। 

মন্তব্য করুন


Link copied