আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা আব্দুল হালিম

শুক্রবার, ২১ মার্চ ২০২৫, রাত ০৯:৪৮

ফাইল ছবি

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, আল-কোরআনের বিধান মেনে চলার মধ্যেই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে। পবিত্র কোরআন ভিত্তিক নৈতিক শিক্ষার অভাবেই আজ সমাজে খুন, ধর্ষণসহ নানা নৈরাজ্য বিরাজ করছে। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের এ প্রত্যাশা পূরণ করা সম্ভব।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে রংপুর মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আলোচন পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, মাহে রমজানের শিক্ষা নিয়ে নিজেদের গড়তে পারলে সুখী সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব। এ জন্য সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সাম্প্রতিক সময়ে খুন-ধর্ষণসহ অপরাধমূলক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেন, ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর হলে এর প্রবণতা রোধ হবে। নির্যাতিতদের কল্যাণের চেতনা নিয়ে আছিয়ার পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে জামায়াতে ইসলামী। মজলুম জনতার পাশে অতীতের মতো জামায়াত নেতৃবৃন্দ সবসময় আছে এবং আগামীতেও থাকবে।
   
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

এ সময় জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী ও আল-আমিন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, কোতয়ালী থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied