আর্কাইভ  শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫ ● ৭ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
ওপরে সিঙ্গাপুর নিচে আব্দুল্লাহপুর

ওপরে সিঙ্গাপুর নিচে আব্দুল্লাহপুর

গভীর খাদে ব্যাংক খাত

গভীর খাদে ব্যাংক খাত

আজিজ খান-ফারুক খান ভাইবেরাদারের অর্থ পাচার

বিদ্যুৎ খাতে মাফিয়া লুটেরা
আজিজ খান-ফারুক খান ভাইবেরাদারের অর্থ পাচার

ভারতে পালিয়ে থাকা আ.লীগ নেতাদের জীবনযাত্রা যেমন চলছে

ভারতে পালিয়ে থাকা আ.লীগ নেতাদের জীবনযাত্রা যেমন চলছে

কুড়িগ্রামে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

শনিবার, ২২ মার্চ ২০২৫, দুপুর ১২:৪০

Advertisement Advertisement

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে ১৭ বছরের এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ।

শনিবার (২২ মার্চ) সকালে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
গ্রেফতারকৃত ফজলু লালমনিরহাটের চর গোগুন্ডা এলাকার টেংরা মামুদ এর ছেলে। এদিকে, গতকাল শুক্রবার রাতে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২ মার্চ আত্মীয়তার সুবাদে রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যান গাড়ি চালক ফজলু হক ও তার স্ত্রী। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে মোটরসাইকেলে তুলে লালমনিরহাট সদরের চরগুকুন্ডা গ্রামে নিয়ে যায় তারা। পরে স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে তাদের বাড়িতে আটকিয়ে রেখে ১৮ দিন ধরে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে ফজলু হক ও তার সহযোগী সেলিম।
 
এছাড়া, কিশোরীকে অস্ত্রের মুখে তার পরিবারের মোবাইলে ফোন দিয়ে আত্মীয়ের বাড়িতে ভালো আছে বলে জানিয়ে দিয়েছিলেন অভিযুক্ত ফজলু।

এদিকে, বুধবার রাতে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে আসার সময় ফজলুর লোকজন ধাওয়া দিলে কিশোরী রাজারহাটের গতিয়াসাম গ্রামে আব্দুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে তার সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়।
 
পরে অভিযুক্ত ফজলু হক, তার সহযোগী সেলিম ও ফজলু হকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের হলে গতকাল শুক্রবার রাতে প্রধান আসামি ফজলু হককে রংপুর থেকে গ্রেফতার করা হয়।
 
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ‘আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলুকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আরও দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন


Link copied