আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

চাঁদ দেখা নিয়ে যা বললেন সৌদির প্রধান জ্যোতির্বিদ

শনিবার, ২৯ মার্চ ২০২৫, রাত ০৯:০৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: সৌদি আরবে ২৯ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির দুটি বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র- সুদাইর ও তুমাইরে চাঁদ দেখার জন্য সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে।

দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা আগেই জানিয়ে রেখেছেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শাওয়ালের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।

স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। সৌদির প্রধান জ্যোতির্বিদ বলেন, যদি আকাশ পরিষ্কার থাকে, তবে চাঁদ দেখা সম্ভব হতে পারে।

তিনি আরও বলেন, সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে আজ সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত হবে। অর্থাৎ অর্ধচন্দ্র সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যাবে। দৃশ্যমানতার সময় দীর্ঘ বা স্বল্পকালীন যাই হোক, যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে চাঁদ দেখা সম্ভব হতে পারে।

দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছে। এতে দেখা যাচ্ছে, চাঁদ দেখার জন্য সৌদি আরবের উন্মুক্ত স্থানে অত্যাধুনিক যন্ত্র স্থাপন করা হয়েছে। তারা আরও জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে মক্কা সময় সন্ধ্যা ৬টায়। যার অর্থ, সৌদিতে চাঁদ উঠেছে কি না, তা বাংলাদেশ সময় রাত ৯টার পর জানা যাবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র নিশ্চিত করেছে, ২৯ মার্চ (২৯ রমজান) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়ালের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদের সংযোগ ঘটবে। ফলে খালি চোখে, টেলিস্কোপ বা অন্য কোনো উপায়েও চাঁদ দেখা সম্ভব হবে না।

সংস্থাটি আরও জানায়, যে-সব দেশ শুধু চাঁদ দেখার ভিত্তিতে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে এবারের রমজান ৩০ দিনের হবে। অর্থাৎ, সৌদি আরবসহ ইসলামিক বিশ্বে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এর আগে, গত ২০ মার্চ আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্রও একই তথ্য জানিয়েছিল। এখন সৌদি আরবের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন বিশ্ব মুসলিমরা।

মন্তব্য করুন


Link copied