আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

বিএনপির ইফতার অনুষ্ঠানে সারজিস আলম

একজন আরেকজনের প্রতিপক্ষ হলে ক্ষতিটা পঞ্চগড়ের হবে

শনিবার, ২৯ মার্চ ২০২৫, রাত ১২:০০

Advertisement Advertisement

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা প্রতিযোগী না হয়ে যদি প্রতিপক্ষ হই, তাহলে ক্ষতি যেমন আমাদের আন্তঃদলীয় হবে, তেমনি ক্ষতি পঞ্চগড় জেলারো হবে। তাই সে জায়গায় থেকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মানুষের জন্য কাজ করতে হবে।

শনিবার (২৯ মার্চ) বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির আয়োজনে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

একই সাথে তিনি বলেছেন, আমাদের মধ্যে যেমন রাজনৈতিক দলের ভিন্নতা রয়েছে, সে অনুযায়ী মতপার্থক্য থাকবে- কথা এবং কার্যক্রমে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস বলেন, আমরা এই তরুণ প্রজন্ম বিশ্বাস করি। যদি আমরা আমাদের জেলা পঞ্চগড়কে এগিয়ে নিয়ে যেতে চাই। তাহলে আজকে যেমন সৌভাগ্য পূর্ণ পারস্পরিক শ্রদ্ধাবোধ পূর্ণ একটি সম্পর্কের ভিত্তিতে এখানে উপস্থিত হয়েছি। তাই এটা এই জায়গা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় বিরাজমান থাকতে হবে। যদি থাকে, দিন শেষে এটা পঞ্চগড়ের জন্য ভালো। আর সেটা আমাদের সবার জন্য ভালো। একই সাথে আমাদের সবাইকে প্রত্যেকটি কাজের আগে খুনি শেখ হাসিনার বিগত ১৬ বছরের কার্যক্রম ও গণঅভ্যুত্থান মনের ভেতর রাখতে হবে। সেই ইতিহাস সঠিক পথের দিকে নিয়ে যাবে বলেও জানান তিনি।

পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন সহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন


Link copied