আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

ঐতিহ্যবাহী সব্দিগঞ্জের ঈদের নামাজ আদায় করবেন ৬০ হাজার মুসল্লি

রবিবার, ৩০ মার্চ ২০২৫, রাত ০৮:২১

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ প্রতি বছরের ন্যায় এবারো নীলফামারীর জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী সব্দিগঞ্জ ঈদগাঁ মাঠে। ১৭১২ সালে মাত্র ৫ বিঘা জমির ওপর এ ময়দানে ঈদের নামাজ শুরু হয়। বর্তমানে প্রায় ৫১ বিঘা জমির ওপর ময়দানটি সম্প্রসারণ ঘটেছে। ময়দানে প্রায় ৮২টি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা। প্রতি কাতারে প্রায় ৬০০ জন অংশ নিতে পারেন। এর চেয়ে বড় ঈদ জামাত নীলফামারীতে আর হয় না। 
যেহেতু এই ময়দানটি নীলফামারী ও পঞ্চগড় জেলা সীমান্ত সংলগ্ন এজন্য এই মাঠে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার প্রায় ৬৫টি গ্রাম ছাড়াও বিভিন্ন স্থানের প্রায় ৫০ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করবে। এখানে ঈমামতী করবেন মাওলানা মো. তছলিম উদ্দিন। তিনি দীর্ঘ ৪১ বছর ধরে এই ঈদগা মাঠে ঈমামতী করে আসছেন। 
রবিবার(৩০ মার্চ) সব্দিগঞ্জ ঈদগা ময়দানের সহ সাধারণ সম্পাদক কারিমুল ইসলাম মিল্লাত জানান, প্রতি বছরের ন্যায় এবছরও সব্দিগঞ্জ ঈদগা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এলাকাবাসীর সহযোগীতায় কমিটির সদস্যরা জামাতের আয়োজন করে থাকে। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি এবারো অনেক মুসল্লির সমাগম হবে এখানে। তিনি আরও বলেন, কোন বছরে আমরা সরকারি কোনো অনুদান বা সহায়তা পাইনি। এমনকি উপজেলা ইউএনও, ইউপি চেয়ারম্যানদের অনেকবার বলেছি ময়দানটি সংস্কারের জন্য। কিন্তু বিষয়টি তারা গুরুত্বসহকারে দেখে না। এজন্য প্রতিবছর এলাকাবাসীরা নিজ উদ্যোগে ময়দানটি পরিষ্কার ও সংস্কার করে ঈদের জামাত আদায় করা হয়।  
এদিকে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র জানায়, সব্দিগঞ্জ ময়দানটি অনেক বড় হওয়ায় সেখানে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে। ইতোমধ্যে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 

মন্তব্য করুন


Link copied