কুড়িগ্রাম প্রতিনিধি: বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে কুড়িগ্রামের রাজারহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭এপ্রিল) দুপুর ২টায় রাজারহাটের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ব্যাপারী পাড়া জামে মসজিদ ও বাজার মসজিদ থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে একত্রিত হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে সোনালী ব্যাংক চত্বরে মাওলানা নুরুল ইসলাম হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার সভাপতি মুফতী আযম আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার আহবায়ক মাওলানা তোফায়েল আহমদ, ইসলামিক ফাউন্ডেশন রাজারহাট উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা মুরাদ হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহবায়ক হাসান জিহাদী । বক্তারা বলেন- শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ^ আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা?
গাজাবাসীদের জন্য দোয়া ও মুনাজাত করেন-বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী।