আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

চীনের বিশেষায়িত হাসপাতাল তিস্তা অববাহিকার নীলফামারীতে স্থাপনের  দাবিতে মানববন্ধন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, রাত ০৮:২৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ চীনের অর্থায়নে তিস্তা নদী সংলগ্ন উত্তরাঞ্চলে প্রস্তাবিত এক হাজার শয্যার বিশেষায়িত হাসপাতালটি তিস্তা বিধৌত জেলা নীলফামারীতে স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন সর্বস্থরের জনগন। এছাড়া জেলা আইনজীবি সমিতি বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন সমাজিক সংগঠন এতে অংশ নেন। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  
এসময় বক্তারা বলেন, চীনের বেধে দেয়া স্বর্ত অনুযায়ী তিস্তা অববাহিকার নীলফামারী জেলা আকাশ পথ, রেলপথ সড়ক পথ, নৌপথ সব দিক দিয়ে প্রাধ্যান্য পায়। পাশাপাশি উত্তরা ইপিজেড থেকে মাত্র ৫ মিনিটের পথ দারোয়ানী টেক্সটাইল মিল। যেখানে অসংখ্য চীনা নাগরিক রয়েছে। নীলফামারী-সৈয়দপুর রোড সংলগ্ন নিষ্কণ্টক মনোরম পরিবেশে উপর্যুক্ত সরকারি পতিত ভূমি রয়েছে ৫৩ একর। চীনের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য এই স্থানটি একদম উপযুক্ত। কারণ সৈয়দপুর বিমানবন্দর থেকে এর দূরত্ব মাত্র ১০ মিনিটের পথ, দারোয়ানী রেলস্টেশন থেকে ৫ মিনিটের পথ। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর সঙ্গে সহজসাধ্য রেল ও মহাসড়ক যোগাযোগ ব্যবস্থা বিদ্ধমান । তাই আমাদের দাবি উত্তরের এই অবহেলিত জেলা নীলফামারীতে চীনের উপহারের দেওয়া এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করার জোড়ালো দাবি করা হয়।
এ সময় বক্তৃতা দেন সাবেক এমপি এনকে আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্ট,ু জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আলফারুক আব্দুল লতিফ এ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ,  পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাধারন সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, নীলফামারী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পায়েলুজ্জামান রক্সি, জেলাকৃষক দলের সদস্য সচিব অলিউর রহমান হেলাল, নাগরিক কমিটির অন্যতমপ্রতিনিধি আকতারুজ্জামান খান প্রমুখ। 

মন্তব্য করুন


Link copied